ব্যালন ডি’অর: প্যারিসে হাসি, কান্না আর উৎসবের রাত

ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা উপলক্ষে গতকাল রাতে প্যারিসের থিয়াত্র দ্যু শাতলে বসেছিল তারার মেলা। সাবেক-বর্তমান ফুটবল তারকাদের পদচারণে যেন মেতে উঠেছিল গোটা প্যারিস। শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু নাম পুরস্কার জিতলেও আনন্দ-উৎসবে ভেসেছেন উপস্থিত সবাই। ব্যালন ডি’অর অনুষ্ঠানের নির্বাচিত কিছু ছবি নিয়ে এই আয়োজন।
১ / ১৩
ব্যালন ডি’অর জয়ের পর আবেগ যেন বাঁধ ভেঙেছে। ভক্ত-সমর্থকদের সঙ্গে অন্য রকম উদ্‌যাপনে মেতেছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে
এএফপি
২ / ১৩
ব্যালন ডি’অর জয়ের পর বক্তব্য দিচ্ছেন বার্সেলোনার হয়ে টানা তিনবার এই ট্রফি জেতা আইতানা বোনমাতি
রয়টার্স
৩ / ১৩
ব্যালন ডি’অর জয়ের পর এভাবেই আনন্দের কান্নায় ভেসেছেন দেম্বেলে
এএফপি
৪ / ১৩
মূল ট্রফি জিততে না পারলেও টানা দ্বিতীয়বার কোপা ট্রফি ঠিকই জিতে নিয়েছেন ইয়ামাল
এএফপি
৫ / ১৩
ইয়াসিন ট্রফি জেতা দুই গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন ও জিয়ানলুইজি দোন্নারুম্মা
এএফপি
৬ / ১৩
ডাচ কিংবদন্তি রুড খুলিতের সেলফিতে ব্যালন ডি’অরজয়ী দুই তারকা দেম্বেলে ও বোনমাতি
রয়টার্স
৭ / ১৩
এক ফ্রেমেই যেন তারার মেলা। একসঙ্গে দেখা যাচ্ছে ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে, কোপা ট্রফিজয়ী লামিনে ইয়ামাল, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো, জার্ড মুলার ট্রফিজয়ী ভিক্টর ইয়োকেরেস, ইয়াসিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা এবং নারীদের কোপা ট্রফিজয়ী বার্সেলোনার ভিকি লোপেজকে
রয়টার্স
৮ / ১৩
বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ও তাঁর স্ত্রী নাতালিয়া রদ্রিগেজের সঙ্গে তাঁদের সন্তানও আছে
রয়টার্স
৯ / ১৩
সঙ্গী মাদেলেনা আরাগোকে সঙ্গে নিয়ে ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হয়েছেন পিএসজি তারকা জোয়াও নেভেস
রয়টার্স
১০ / ১৩
সঙ্গী থেরেসা সোমেরকে নিয়ে ব্যালন ডি’অর অনুষ্ঠানে এসেছেন জার্মান কিংবদন্তি লোথার মাথেউস
রয়টার্স
১১ / ১৩
সঙ্গী-সন্তান দিয়ে ব্যালন ডি’অর অনুষ্ঠানে এসেছেন ইয়াসিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা
রয়টার্স
১২ / ১৩
পরিবার ছাড়া প্রাপ্তি জমে নাকি! বাবা-দাদিসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়েই ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হয়েছে লামিনে ইয়ামাল
রয়টার্স
১৩ / ১৩
এটাই সেই চূড়ান্ত মুহূর্ত, যার জন্য ফুটবলাররা অপেক্ষা করে থাকেন। ব্যালন ডি’অর ট্রফি উঁচিয়ে ধরেছেন দেম্বেলে।
রয়টার্স