এভারটন ০–১ আর্সেনাল
ঘরের মাঠ হোক কিংবা পরের মাঠ, এ মৌসুমে এভারটনের শুরুটা হয়েছে যাচ্ছেতাই। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের চার ম্যাচে হার তিনটিতে। টেনেটুনে করা একমাত্র ড্রটাও দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে।
এভারটনের দুর্দশা দেখেই হয়তো আর্সেনাল এবার আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিল। কীসের আত্মবিশ্বাস? ফাঁড়া কাটানোর। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতলেও এভারটনের ডেরা গুডিসন পার্কে যেন জিততে ভুলে গিয়েছিল গানাররা। সর্বশেষ জয়টা এসেছিল ২০১৭ সালে, আর্সেন ওয়েঙ্গারের আমলে।
এরপর উনাই এমেরি ও মিকেল আরতেতার অধীনে হেরেছে চারবার, একবার ড্র করেছিল অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেডি লিউনবার্গের অধীনে।
আরতেতার কোচিংয়েই বদলে যাওয়া আর্সেনাল অবশেষ সেই গেরো খুলল। লিয়ান্দ্রো ত্রোসারের একমাত্র গোলে তারা এভারটনকে হারাল। গুডিসন পার্কে ৬ বছর পর পাওয়া জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
পাঁচ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে আরতেতার দলের পয়েন্ট ১৩, সমানসংখ্যক ম্যাচে এভারটনের পয়েন্ট মাত্র ১। গত মৌসুমে শেষ দিনে অবনমন এড়ানো এভারটন এবার মৌসুমের শুরুতেই পড়ে গেছে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায়। তারা যে ১৮ নম্বরেই রয়ে গেল।
জয় পেতে বেশ কাঠখড়ই পুড়তে হয়েছে আর্সেনালকে। শুরু থেকে দাপুটে ফুটবল খেললেও প্রথমার্ধটা গোল বন্ধ্যাত্বে কেটেছে। যদিও ম্যাচের ২১ মিনিটে এভারটনের জালে বল পাঠিয়েছিল আর্সেনাল। কিন্তু বল বানিয়ে দেওয়ার সময় এডি এনকেটিয়াহ অফসাইডে থাকায় মার্তিনেল্লির গোলটি ভিএআরে বাতিল হয়ে যায়।
৩ মিনিট পর সেই মার্তিনেল্লিই চোট নিয়ে মাঠ ছাড়েন। তাঁরই বদলি নামেন ত্রোসার। ‘সুপার সাব’ ত্রোসারই বিরতির পর ‘ডেডলক’ ভাঙেন। ম্যাচের ৬৯ মিনিটে পাওয়া কর্নার থেকে কিক নিতে ২৬ সেকেন্ড সময় নেনে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তিনি বল দেন বুকায়ো সাকাকে। বক্সে বল পেয়েই সাকা ব্যাক পাস দেন ত্রোসারকে। ডান পাশ থেকে বাঁ প্রান্ত তাক করে নেওয়া তাঁর জোরালো শট চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের।
মাত্র ৪ দিন আগেই ইউরো বাছাই পর্বের ম্যাচে জাতীয় দল বেলজিয়ামের হয়েও একই কায়দায় গোল করেছিলেন ত্রোসার। সেদিন এস্তোনিয়াকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বেলজিয়াম। এবার আর্সেনাল খুলল এভারটন–গেরো। প্রেক্ষাপট আর ম্যাচের গুরুত্ব বিবেচনায় এই গোলটার মাহাত্ম্যই যে ত্রোসারের কাছে বেশি, সেটা খেলা শেষ হতেই টুইটারে তিন ছবি আপলোড করে তিন শব্দের ক্যাপশনে বুঝিয়ে দিয়েছেন, ‘এভাবেই জিততে হয়!’