মেসি–ক্রুইফদের মূল্যবোধ নিয়ে ঢাকায় বার্সেলোনার ক্যাম্প

বার্সা একাডেমির দুই কোচ বাংলাদেশে থাকবেন এক সপ্তাহছবি: শামসুল হক

একসময় বার্সেলোনা ছিল লিওনেল মেসির ক্লাব। ছোটবেলায় আর্জেন্টিনা থেকে পরিবারের সঙ্গে মেসি চলে গিয়েছিলেন বার্সেলোনা। সেখানেই বেড়ে ওঠা ও কিংবদন্তি হওয়া।

শুধু মেসি কেন! বার্সেলোনায় খেলেছেন ফুটবলের বহু কিংবদন্তি। ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনা, গ্যারি লিনেকার, রোনালদো নাজারিও, রোনালদিনিও, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা—নাম বলে শেষ করা যাবে না। নির্দিষ্ট আদর্শ আর মূল্যবোধ অনুসরণ করেই বার্সেলোনা ক্লাব হিসেবে আজকের এই জায়গায়। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবল ক্লাবের আদর্শে অনুপ্রাণিত হওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের শিশু–কিশোরদের। ঢাকায় আজ শুরু হয়েছে স্কুলপড়ুয়া খুদে ফুটবলারদের বিশেষ ক্যাম্প। এটি চলবে ২৬ অক্টোবর পর্যন্ত।

বার্সা একাডেমির দুই কোচ ব্রিফ করছেন শিক্ষার্থীদের
ছবি: শামসুল হক

ইংরেজি মাধ্যম স্কুল ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকার (আইএসডি) সঙ্গে আন্তর্জাতিক অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশে হচ্ছে বার্সার বিশেষ ক্যাম্প। আজ সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইএসডি স্কুল ক্যাম্পাসে এর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ। শরৎকালীন এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুয়োল ও টেকনিক্যাল কো–অর্ডিনেটর জোয়েল লিনাসের তত্ত্বাবধানে।

বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুয়োল ও টেকনিক্যাল কো–অর্ডিনেটর জোয়েল লিনাস পর্যবেক্ষণ করছেন খুদে ফুটবলারদের
ছবি: শামসুল হক

আইএসডি স্কুলের পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে হচ্ছে এই ক্যাম্প। বার্সা একাডেমির কার্যক্রমে আইএসডি স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিতে পারবে যেকোনো স্কুলের ৬ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা। ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভের সুযোগ থাকবে।

কার্যক্রমটি উদ্বোধন করে স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ বলেন, ‘ফুটবল এমন একটি খেলা, যেটির সঙ্গে সঙ্গীতের তুলনা করা যেতে পারে। সংগীতের ভাষা যেমন সর্বজনীন, ঠিক তেমনি ফুটবলের ভাষাও সর্বজনীন।’

বার্সা একাডেমির ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ
ছবি: শামসুল হক

আইএসডি স্কুলের মালিকানাধীন প্রতিষ্ঠান এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিংয়ের মতে, ‘এই কোচিং কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্বখ্যাত ক্লাব বার্সেলোনার মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে বাংলাদেশের শিক্ষার্থীরা। এই মূল্যবোধ ফুটবল ও ফুটবলের বাইরে শিক্ষার্থীদের উন্নয়নে কাজে লাগবে।’

বার্সা একাডেমির টেকনিক্যাল কো–অর্ডিনেটর জোয়েল লিনাস শিক্ষার্থীদের ফুটবলের প্রতি আগ্রহ দেখে মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘আমি সাত দিনের জন্য এখানে এসেছি। এই সময়ের মধ্যে আমি চাইব বার্সেলোনা ক্লাবের মূল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে।’