রেকর্ড তছনছ করে ২ হাজার কোটি টাকায় জার্মান মিডফিল্ডারকে কিনছে লিভারপুল

লেভারকুসেন ছেড়ে লিভারপুল আসছেন ফ্লোরিয়ান ভির্টৎসএএফপি

শুরুতে বায়ার লেভারকুসেন ছেড়ে তাঁর রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ছিল। বিশেষ করে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর সে সম্ভাবনা আরও বেড়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, লুকা মদরিচের জায়গা নিতে গুরু আলোনসোর পথ ধরে শিষ্য ফ্লোরিয়ান ভির্টৎসও হয়তো মাদ্রিদেই যাবেন। পাশাপাশি শোনা যাচ্ছিল বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনার কথাও।

কিন্তু ইউরোপিয়ান ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। চূড়ান্ত সইয়ের আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। ভির্টৎসের দলবদলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। শুরুতে অন্য কোথাও যাওয়ার গুঞ্জন শোনা গেলেও, এখন দিক বদলে জার্মানির এই অ্যাটাকিং মিডফিল্ডার এখন লিভারপুলে যোগ দিচ্ছেন। বিবিসি, সিএনএন এবং দ্য টাইমসসহ একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম ভির্টৎসের লিভারপুলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শুধু এটুকুই নয়, ভির্টৎসকে কেনার মধ্য দিয়ে ব্রিটিশ রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হওয়ার বিষয়টিও জানিয়েছে সংবাদমাধ্যম। জানা গেছে, ভির্টৎসের জন্য লিভারপুলের খরচ হবে ১১ কোটি ৬০ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি পাউন্ড নিশ্চিতভাবে পেলেও বাকি ১ কোটি ৬০ লাখ দেওয়া হবে ‘অ্যাড–অনস’ অর্থাৎ কিছু শর্তপূরণের ভিত্তিতে।

আরও পড়ুন

লিভারপুলের প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে সাফল্য পাওয়ার ওপর নির্ভর করছে এই ‘অ্যাড–অনস’ পাওয়ার বিষয়টি। আর সেটি হলেই মূলত ভির্টৎসের দলবদল ব্রিটিশ রেকর্ড ভাঙতে পারবে।

প্রাথমিক দামে বর্তমান ব্রিটিশ রেকর্ড চেলসির—২০২৩ সালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বেনফিকা থেকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে দলে নিয়েছে তারা। চেলসি আরও এনেছে ব্রাইটনের মিডফিল্ডার ময়জেস কাইসেদোকে, যিনি শুরুতে ১০ কোটি পাউন্ডে এলেও অঙ্কটি বাড়তে পারে ১১ কোটি ৫০ লাখ পর্যন্ত। ফলে ভির্টৎসের দলবদলের ফি শেষ পর্যন্ত ব্রিটিশ রেকর্ড ভাঙবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে। মূলত অ্যাড–অনস বা বোনাসের অংকটি কার্যকর হলেই এই ফি ব্রিটিশ রেকর্ড ভাঙবে।

ফ্লোরিয়ান ভির্টৎস
এএফপি

ব্রিটিশ রেকর্ড ভাঙার জন্য অপেক্ষা থাকলেও এ দলবদলটি নিশ্চিতভাবে লিভারপুলের ক্লাব রেকর্ড ভেঙে দেবে। এর আগে উরুগুয়ের ফরোয়ার্ড দারউইন নুনিয়েজকে বেনফিকা থেকে লিভারপুল কিনেছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ডে, যা বাড়তে পারে ৮ কোটি ৫০ লাখ পর্যন্ত। ২০১৮ সালে লিভারপুল ভার্জিল ফন ডাইককে সাউদাম্পটন থেকে কিনেছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে। ফলে লিভারপুলের সঙ্গে ভির্টৎসের আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পর তিনিই হবেন ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড়।

ভির্টৎস বর্তমান সময়ের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন। লেভারকুসেনের হয়ে যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। কোচ আলোনসোর অধীনেই নিজেকে তৈরি করেন ভির্টৎস।

আরও পড়ুন

লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে গোল করেছেন ৫৭টি। ২০২৪ সালে ক্লাবটির হয়ে প্রথমবারের মতো বুন্দেসলিগা জিতে গড়েন ইতিহাস। ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর জার্মান জাতীয় দলের হয়ে ভির্টৎস ৩১ ম্যাচ খেলে ৭টি গোল করেছেন।

সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও ইনভার্টেড উইঙ্গার হিসেবে দারুণ কার্যকর ভির্টৎস। পাশাপাশি পাসিং এবং শট নেওয়ায়ও বৈচিত্র্য আছে। তাঁর আগমন লিভারপুলের মিডফিল্ডেও সৃষ্টিশীলতা বাড়াবে।