চ্যাম্পিয়নস লিগে ৫০০ পূরণের অপেক্ষায় রিয়াল
রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। এই মঞ্চে রিয়াল অপ্রতিরোধ্য এক দল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫টি শিরোপা জিতেছে তারা, যা কিনা দুই নম্বরে থাকা এসি মিলানের দ্বিগুণের বেশি।
তবে শুধু শিরোপা জয়ের হিসাবেই নয়, চ্যাম্পিয়নস লিগের দলীয় ও ব্যক্তিগত অনেক পরিসংখ্যানেও রিয়ালের একচ্ছত্র দাপট। এমনকি আজ রাতেও চ্যাম্পিয়নস লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করবে তারা।
আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে বা ইউরোপিয়ান কাপে প্রথম দল হিসেবে ৫০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করবে মাদ্রিদের ক্লাবটি। ৫৫ মৌসুম খেলে গড়া রিয়ালের এই কীর্তির আশপাশেও নেই অন্যরা।
এই তালিকার দুইয়ে আছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। যারা ৪১ মৌসুমে খেলেছে ৪০৪ ম্যাচ। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা ৩৫ মৌসুমে খেলেছে ৩৫৭ ম্যাচ। বার্সেলোনার পর এই তালিকায় আছে জুভেন্টাস ও বেনফিকা। এই দুই দল খেলেছে যথাক্রমে ৩১১ ও ৩০৩ ম্যাচ।
শুধু ট্রফি কিংবা ম্যাচ খেলাতেই নয়, ম্যাচ জেতা, গোল করা এবং পয়েন্ট অর্জনসহ ছোট-বড় অনেক রেকর্ডই রিয়ালের দখলে আছে। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ৪৯৯ ম্যাচ খেলা রিয়াল জিতেছে ৩০১ ম্যাচ, ড্র করেছে ৮৫ ম্যাচ এবং হেরেছে ১১৩ ম্যাচ। এই রেকর্ডগুলোতে রিয়ালের চেয়ে বেশ পিছিয়ে আছে অন্যরা।
ম্যাচ জেতায় যেমন দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। জার্মান ক্লাবটি জিতেছে ২৪২ ম্যাচ। আর চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে গোল করার দলটিও রিয়াল। এমনকি রিয়ালই একমাত্র ক্লাব, যারা হাজারের ওপর গোল করেছে। রিয়ালের গোল সংখ্যা ১১০১টি।