ফেডারেশন কাপ ফাইনাল নিয়ে উন্মাদনা ময়মনসিংহে

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দর্শকদের ভিড়প্রথম আলো

ময়মনসিংহ শহরে ঢুকতেই প্রবল যানজটের মুখোমুখি হতে হলো। সরকারি ছুটির দিনে যানজট কেন, সেই প্রশ্ন তো মনে জাগলই। কিছু দূর যেতেই বোঝা গেল ব্যাপারটা। ফেডারেশন কাপ ফাইনাল উপলক্ষে ছোট্ট এই জেলা শহর পুরোপুরি স্টেডিয়ামমুখী। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের কাছাকাছি যেতেই যে দৃশ্য চোখে পড়ল, সেটি দেশের ফুটবলের জন্য দারুণ।

বসুন্ধরা কিংসের লাল আর মোহামেডানের সাদাকালো জার্সি পরে সমর্থকদের প্রচণ্ড ভিড় স্টেডিয়ামের আশপাশে। সবাই ঢুকতে চান মাঠে, উপভোগ করতে চান ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্টের ফাইনাল। মাঠের লড়াইয়েও যে এ মুহূর্তে দেশের ফুটবলের দুই সেরা দল—বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন

স্টেডিয়ামের গ্যালারির দুই পাশ প্রায় কানায় কানায় ভরা। কিংস আর মোহামেডানের পতাকাও চোখে পড়ল। গ্যালারিতে হ্যান্ড মাইকে নিয়ে সমর্থকেরা সমর্থন জুগিয়ে যাচ্ছেন দুই দলকে। ভুভুজেলার কান ফাটানো আওয়াজ ছিল, থাকল মেক্সিকান ওয়েভও।

দেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহ যে হারিয়ে যায়নি, সেই প্রমাণ পাওয়া গিয়েছিল গত বছর কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ফেডারেশন কাপের ফাইনালেই। আজ ময়মনসিংহের মানুষও যেন প্রমাণ দিয়ে যাচ্ছেন, উন্মাদনায় তারা কুমিল্লার চেয়ে কম যান না। ১৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে আজ ১০ থেকে ১২ হাজার দর্শক তো আছেন-ই।

দর্শকদের ভিড়ে জমেছে ফাইনালের আমেজ
প্রথম আলো

ময়মনসিংহের এই মাঠে নিয়মিতই অনুষ্ঠিত হয় প্রিমিয়ার লিগের খেলা। এই মৌসুমে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোমগ্রাউন্ড এটি। কিন্তু প্রিমিয়ার লিগে গ্যালারি সেভাবে ভরে না। কারণ হিসেবে স্থানীয় এক দর্শক জানালেন, প্রচার-প্রচারণার অভাবের কথাই, ‘ময়মনসিংহে প্রিমিয়ার লিগের খেলা যে হয়, সেটি অনেক দর্শকই জানেন না। ফেডারেশন কাপের ব্যাপারটা হয়তো তারা জেনেছেন। ঢাকা থেকেও কিছু দর্শক এসেছেন। সব মিলিয়ে ব্যাপারটা জমজমাট। প্রিমিয়ার লিগে আগামী মৌসুমে যদি প্রচারণাটা ভালোভাবে হয়, তাহলে দর্শক হবে।’

আরও পড়ুন

ময়মনসিংহ এমনিতেই ক্রীড়াপ্রেমী অঞ্চল হিসেবে পরিচিত। এই বিভাগ জন্ম দিয়েছে দেশের শীর্ষ পর্যায়ের অনেক ক্রীড়াবিদ। জাতীয় ক্রিকেট দলের মাহমুদউল্লাহর জন্মস্থান ময়মনসিংহ। সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম খান, হাসানুজ্জামান, সানোয়ার হোসেনরা উঠে এসেছেন ময়মনসিংহ থেকেই। বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের সদস্য আবদুল হালিমের জেলাও ময়মনসিংহ। সাবেক ক্রিকেটার রামচাঁদ গোয়ালা সারা জীবনই কাটিয়ে দিয়েছেন এই জেলায়। এক সময় গ্রেটার ময়মনসিংহ ক্রিকেট ক্লাব বা জিএমসিসি নামের একটি ক্রিকেট ক্লাব খেলত দেশের ক্লাব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে।

সেই ময়মনসিংহ ফেডারেশন কাপের জমজমাট এক ফাইনাল উপহার দেবে—এটা তো খুব স্বাভাবিক ব্যাপারই।