ইতিহাদে ৩২ মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে গোলের শুরুটা করেন হলান্ড। ৩ মিনিট পর আরেকবার দেখান ফিনিশিংয়ের জাদু। ফিল ফোডেনের পাসে বল জালে জড়ান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। ৫৯ মিনিটে আবারও গোল। ফোডেনের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়ে ৫ দিনের মধ্যে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নেন হলান্ড। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর ষষ্ঠ হ্যাটট্রিক।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত হলান্ডের গোল ৪২ টি। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে একটি গোলের রেকর্ড থেকে আর মাত্র ২ গোল দূরে হলান্ড।

প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে এর চেয়ে বেশি গোল আছে দুজনের-রুড ফন নিস্টলরয় ও মোহাম্মদ সালাহ। দুজনেই করেছেন ৪৪টি করে গোল। সালাহ ও নিস্টলরয়কে ছাড়িয়ে হলান্ডের শীর্ষে উঠা এখন শুধুই সময়ের ব্যাপার।

বড় ব্যবধানের হারের পরও বার্নলি কোচ ভিনসেন্ট কোম্পানির মুখে শোনা গেছে হলান্ডের প্রশংসা। তিনি বলেছেন, ‘সে নিজের উন্নতির জন্য সঠিক জায়গাতেই আছে। সে এখানে (সিটিতে) আরও ভালো করবে। সঠিক কোচকেই সে পেয়েছে।’