কুমিল্লায় উদ্বোধন হলো ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

ছবি: প্রথম আলো

কুমিল্লায় উদ্বোধন হয়েছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শুরু হয়। কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ খেলার উদ্বোধন করেন।

এ সময় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, টেকনিক্যাল কমিটির প্রধান প্রণব কুমার দে, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক এস এম তাওফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদল খন্দকার।

৫ গোল করে ম্যান অব দ্য ম্যাচ সিসিএনের মোহাম্মদ শাকিলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার প্রনব কুমার দে
ছবি: প্রথম আলো

মোস্তফা কামাল আজাদ বলেন, প্রথম আলোর এই উদ্যোগ ফুটবলকে আরও চাঙা করবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখবে। উদ্বোধনী ম্যাচে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২-০ গোলে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। ৫ গোল করে ম্যান অব দ্য ম্যাচ সিসিএনের মোহাম্মদ শাকিল। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেলা ৩টায় খেলবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।

এর আগে গত শুক্রবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের খেলা শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় এ টুর্নামেন্টে ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।

এর আগে গত শুক্রবার চট্রগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্রগ্রাম পর্বের খেলা শুরু হয়। ঢাকা, চট্রগ্রাম ও কুমিল্লায় এ টুর্নামেন্টে ৩২টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে।