জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে। যদিও মার্কা জানিয়েছে, দ্রুতই নতুন চুক্তি হয়ে যাবে। পিএসজি নাকি খুব ভালো প্রস্তাবই দেবে মেসিকে। মার্কার ভাষায়, এমন প্রস্তাব, যা মেসির পক্ষে প্রত্যাখ্যান করা অসম্ভব। মিয়ামির কোচ অবশ্য বলেছেন, ‘মেসির সঙ্গে আলাপ–আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি আছে।’ স্পোর্টস মেইল জানিয়েছে, গত ২৭ নভেম্বর মিয়ামির সঙ্গে মেসির আলোচনা হয়েছিল।
নেভিল মিয়ামির অনুশীলন মাঠে দাঁড়িয়ে বলেছেন, ‘লক্ষ্যটা আমাদের একই আছে। আমরা আমাদের ক্লাবে বিশ্বসেরা ফুটবলারকে আনতে চাই, মেসি খুব সম্ভবত তেমনই একজন। এই মানের একজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সব সময়ই জটিল বিষয়। সময় লাগে।’
ইন্টার মিয়ামি ক্লাবের মালিক ডেভিড বেকহাম। মেসি এখন পিএসজিতে প্রতি সপ্তাহে সাড়ে ১৪ লাখ ডলার বেতনে খেলছেন। তাঁকে নিতে চাইলে এ পরিমাণ বা এর চেয়ে বেশিই দিতে হবে মিয়ামিকে। ২০২২ সালে মিয়ামিতে খেলা মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন অবসরে গেছেন। মিয়ামির নতুন মৌসুমে একজন ভালো স্ট্রাইকার দরকার।