ক্রুসিয়ানিকে ফেরাচ্ছে আবাহনী

আন্দ্রেস ক্রুসিয়ানিছবি : প্রথম আলো

ঘরোয়া ফুটবলে টানা ব্যর্থতায় এবার কোচ ও ম্যানেজার পদে পরিবর্তন আনছে আবাহনী লিমিটেড। ক্লাবের ফুটবল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মারিও লেমোসকে সরিয়ে কোচ হিসেবে ফিরিয়ে আনা হবে দিয়েগো ক্রুসিয়ানিকে।

বাংলাদেশের ফুটবল অঙ্গনে ক্রুসিয়ানি নামটা বেশ পরিচিত। ২০০৭ সালে আবাহনীর কোচ ছিলেন। ২০২১-২২ মৌসুমে কোচ ছিলেন সাইফ স্পোর্টিংয়েরও। তবে বাংলাদেশের সঙ্গে এই আর্জেন্টাইন কোচের যোগসূত্র তৈরি হয়েছিল জাতীয় দলের মাধ্যমে। জর্জ কোটানের বিদায়ের পর আসেন ক্রুসিয়ানি। ২০০৫ সালে করাচি সাফ ফুটবলে তাঁর অধীনেই খেলেছিল বাংলাদেশ।

আবাহনীর ম্যানেজার পদেও এবার দেখা যাবে না সাবেক ফুটবলার সত্যজিৎ দাশ রুপুকে। প্রায় দেড় যুগ তিনি এই পদে ছিলেন। রুপুকে সরিয়ে নতুন মৌসুমের জন্য ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নজরুল ইসলাম। যিনি দীর্ঘদিন খেলেছেন আবাহনীতে, খেলা ছেড়ে হয়েছেন আবাহনীর সহকারী কোচ।

বাংলাদেশ জাতীয় দলকেও কোচিং করিয়েছেন ক্রুসিয়ানি
ছবি : প্রথম আলো

আবাহনী ফুটবল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছু পরিবর্তন আনছি। ক্রুসিয়ানি আবার কোচ হিসেবে আবাহনীর দায়িত্ব নিচ্ছেন।’ পর্তুগিজ মারিও লেমোস আবাহনীর প্রধান কোচ ছিলেন পাঁচ বছর। কিছু সাফল্য পেলেও পেরে উঠছিলেন না বসুন্ধরা কিংসের সঙ্গে। গতবছর আবাহনীর কেটেছে শিরোপাবিহীন। সে জন্যই মারিওকে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন মৌসুমে তাঁকে আর রাখা হবে না।

আরও পড়ুন