ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে—ফ্রান্স না মরক্কো

বন্ধু তুমি শত্রু তুমি! কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির লড়াইয়ে এটাই যেন মূল কথা! পিএসজির দুই ক্লাব সতীর্থকে আজ সেমিফাইনালে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবেছবি: রয়টার্স

দুই দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে সুযোগ টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে শেষ ধাপটিতে পৌঁছানোর। আর মরক্কোর সুযোগ প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফাইনালে যাওয়ার। শেষ চারে উঠেই অবশ্য ইতিহাস গড়েছে মরক্কো। এর আগে কোনো আফ্রিকান দেশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেনি। আজ কি মরক্কো পারবে বিশ্বকাপের গল্পটাকে নতুন করে লিখতে, নাকি চেনা মঞ্চে আবার দেখা মিলবে ফরাসি সৌরভের?

এই ম্যাচ দিয়ে মুখোমুখি হবেন পিএসজিতে একসঙ্গে খেলা দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির। এমবাপ্পেকে থামানোর চ্যালেঞ্জ হাকিমির সামনে। দুই বন্ধুর লড়াইয়ে কে জিতবেন, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যাবে আজ রাতে।

তবে ফেবারিট হিসেবে মাঠে নামলেও মরক্কোর চ্যালেঞ্জটা ফ্রান্সের জন্য সহজ হবে না। বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের কাছ থেকে গোল খায়নি তারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত যে গোলটি মরক্কো হজম করেছে, সেটিও আত্মঘাতী। আজ কি ফ্রান্স পারবে মরক্কোর রক্ষণ দেয়াল ভেঙে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করতে?

এই ম্যাচ জিতে ১৮ ডিসেম্বর ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে—ফ্রান্স না মরক্কো, মতামত জানান ভোটে