রহমত-ফাহিমদের বিদায় করে শেষ আটে গণ বিশ্ববিদ্যালয়, সঙ্গী ফারইস্ট ও শান্ত–মারিয়াম

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে কোয়ার্টার ফাইনালে ওঠার উল্লাস গণ বিশ্ববিদ্যালয়ের।ছবি: প্রথম আলো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজকের প্রথম দুটি ম্যাচ দর্শকদের দিয়েছে দুরকম স্বাদ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পেলেন তেতো স্বাদ। তাদের দল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ২-১ গোলে হেরে গেছে। ড্যাফোডিলকে হারিয়ে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে ষষ্ঠ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে গণ বিশ্ববিদ্যালয়। জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়েও পারল না ড্যাফোডিল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হেরে তারা বিদায় নিয়েছে নিজেদের মাঠে আয়োজিত টুর্নামেন্ট থেকে।

ড্যাফোডিলের বিদায়ের পর টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশও (ইউল্যাব)। এই দলটি আজ গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়ে ভরপুর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে। ৬-০ গোলে এই ম্যাচ জিতে সপ্তম দল হিসেবে ফারইস্ট উঠেছে কোয়ার্টার ফাইনালে।

আর দিনের তৃতীয় ম্যাচে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। গোলটি করেন টনিস তজু।

ঢাকা পর্ব থেকে পাঁচটি দল উঠবে শেষ আটে। যার মধ্যে গতকাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আমেরিকান ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ তাদের সঙ্গে যোগ দিল গণ বিশ্ববিদ্যালয় ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ইউল্যাবকে হারিয়ে শেষ আটে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ছবি: প্রথম আলো

এর আগে চট্টগ্রাম অঞ্চল থেকে শেষ আটে এসেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। কুমিল্লা অঞ্চল থেকে এসেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোয়ার্টার ফাইনালের অষ্টম দলটি আজই চূড়ান্ত হবে।

ড্যাফোডিলের বিদায়ে হতাশ ছিলেন সদ্যই বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে খেলে আসা রহমত ও ফাহিম। রহমত ড্যাফোডিলের অধিনায়কও। চেষ্টা করেছেন তিনি দলকে জেতাতে, কিন্তু পারলেন না। বেশ কিছু গোল নষ্টের মাশুল গুনতে হয়েছে তাঁর দলকে। প্রথমার্ধেই ড্যাফোডিল খেয়ে বসে দুটি গোল। দ্বিতীয়ার্ধে একটি শোধ করলেও দ্বিতীয় গোলটি আর পায়নি তারা।

গণ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে প্রথমার্ধেই দুটি গোল হজম করে ড্যাফোডিল।
ছবি: প্রথম আলো

ড্যাফোডিলের কয়েক হাজার ছাত্রছাত্রী দলকে উজ্জীবিত করলেও কাজের কাজটা মাঠে করতে পারেননি ফুটবলাররা। এ সময় ড্যাফোডিলের প্রায় সব ক্লাস থমকে যায়। বিভিন্ন ভবনের ব্যালকনিতে দাঁড়িয়েও ছাত্রছাত্রীরা ম্যাচ দেখেছেন। একপর্যায়ে মাঠে দেখা দেয় উত্তেজনা। তবে বাঁশি হাতে সাবেক ফিফা রেফারি জালাল উদ্দিন শক্ত হাতে ম্যাচ পরিচালনা করেছেন।

গণ বিশ্ববিদ্যালয় দলে তারকা ফুটবলার নেই। তবে দলটিতে পেশাদার লিগের দ্বিতীয় স্তরের বেশ কিছু খেলোয়াড় আছে। ২০১৯ সালে ফারাজ গোল্ডকাপ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল গণবিশ্ববিদ্যালয়। এবার ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টেও তারা শিরোপার অন্যতম দাবিদার। আজ দলটির জয়ের অন্যতম নায়ক গোলকিপার শামীম হোসেন। বেশ কিছু আক্রমণ রুখে তিনিই হয়েছেন ম্যাচসেরা।

দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় ড্যাফোডিল।
ছবি: প্রথম আলো

ফারইস্ট- ইউল্যাব দ্বিতীয় ম্যাচের ম্যাচসেরা ফারইস্টের মিডফিল্ডার আল আমিন। দুটি গোলই শুধু করেননি, মাঝমাঠে আক্রমণ তৈরিতেও রেখেছেন ভূমিকা। ফলে তাঁকে ম্যাচসেরা হিসেবে বেছে নিতে কোনো সমস্যাই হয়নি। ফারইস্টের জার্সিতে ভালো খেলেছেন ঢাকা মোহামেডানের স্ট্রাইকার সাজ্জাদ হোসেন, রহমতগঞ্জের ফরোয়ার্ড স্বাধীন হোসেনও। প্রথম ম্যাচে ফারইস্টকে জেতান এই দুজন। ম্যাচের তিন গোলই তাঁদের দুজনের। স্বাধীন ২ গোল করে হন ম্যাচসেরা।

আজ ফারইস্টের জার্সিতে খেলেছেন বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপে খেলে আসা জাতীয় দলের তরুণ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। চোটের কারণে তাঁকে তুলে নেওয়ার আগে একটি গোলও করেছেন হৃদয়। এ ম্যাচে খেলেছেন ঢাকা আবাহনীতে তাঁর সতীর্থ আল আমিনও।

ইউল্যাবকে ৬–০ গোলে হারায় ফারইস্ট
ছবি: প্রথম আলো

মাঠে উপস্থিত থেকে দুটি ম্যাচই দেখেছেন টুর্নামেন্ট কমিটির প্রধান জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু। ম্যাচসেরার পুরস্কার তুলে দিয়ে গোলাম সারোয়ার বলেন, ‘এখন পর্যন্ত আমি ছয়টি দলের খেলা দেখেছি। তার মধ্যে ফারইস্টই সেরা দল। আশা করি তারা আরও সামনে যাবে।’

ফারইস্টের ম্যাচসেরা আল আমিনের কণ্ঠে অনেক দূর যাওয়ার প্রত্যয়, ‘আমরা যেভাবে খেলছি গতিটা ধরে রাখতে পারলে ফাইনালে যাব ইনশা আল্লাহ।’

আরও পড়ুন

কোয়ার্টার ফাইনালের লাইন–আপ

১. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)–সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ

৩. আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম–গণ বিশ্ববিদ্যালয়

৪. ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

* সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই।