চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা। রানার্সআপ ৪০ লাখ টাকা। তৃতীয় হওয়া দল পাবে ৩০ লাখ টাকা। পুরস্কার পাবে চতুর্থ স্থান অর্জনকারী দলও। টাকার অঙ্কটাও কম নয় এখানেও, ২০ লাখ টাকা।

প্রথম চারটি পুরস্কারেই ১ কোটি ৪০ লাখ টাকা! বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এর আগে বাফুফে আয়োজিত সুপার কাপেই শুধু কোটি টাকার বেশি অর্থ পুরস্কার ছিল। যেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছে এক কোটি টাকা। সেই সুপার কাপকেই যেন মনে করিয়ে দিচ্ছে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠেয় শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট।

১৩ মে ৩৩টি ব্যাংক দল নিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন হবে বনানী আর্মি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচ খেলবে ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের জন্য থাকছে গোল্ডেন বুট পুরস্কারও।

শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্টের লোগো
ছবি : প্রথম আলো

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) আয়োজনে এই টুর্নামেন্টে খেলবেন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা। চাকরির মেয়াদ অন্তত ছয় মাস হয়েছে, এমন কর্মকর্তারাই পারবেন টুর্নামেন্টে খেলতে।

এই টুর্নামেন্টকে ঘিরে ব্যাংকারদের মধ্যে শুরু হয়েছে তুমুল আগ্রহ ও উদ্দীপনা। গতকাল শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে হয়ে গেল টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানও। জমজমাট ও আকর্ষণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। অনেকের গায়েই ছিল নিজ নিজ ব্যাংকের টি–শার্ট। অনুষ্ঠানস্থল ছিল কানায়–কানায় পরিপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকের অবদান তুলে ধরেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ক্রীড়াঙ্গনে কীভাবে পৃষ্ঠপোষকতা করছে, অনেকে বলেছেন সে কথাও। শেখ কামাল যুব গেমসসহ দেশের অনেক ক্রীড়া আয়োজনেই পৃষ্ঠপোষকতা করে আসছে বিএবি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার
ছবি : প্রথম আলো

বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার যেমন বলেন, ‘আমরা দেশের জন্য কাজ করছি। একই সঙ্গে খেলাধুলার উন্নয়নেও কাজ করছি। আমরা চাই এই টুর্নামেন্টের মাধ্যমে কটা দিন ফুটবলে মজে থাকব। খেলাধুলা না থাকলে মানুষের মন ভালো থাকে না। তাই মন ভালো রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই টুর্নামেন্টের আয়োজনের সুযোগ করে দিয়েছেন। আশা করি এই টুর্নামেন্ট সফল হবে।’
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল বলেন, ‘এটাই শেষ নয়। আমরা ভবিষ্যতেও এমন প্রচেষ্টা অব্যাহত রাখব।’

আরও পড়ুন

টাকা কামাই করতে সৌদি আরবে সুপার কাপ

টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাবকে সাজানো হয় রঙিন সাজে। টুর্নামেন্টের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নজর কেড়েছে আলাদাভাবে।
অনুষ্ঠানে এসেছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার ও মোহামেডানের সাবেক অধিনায়ক স্বপন দাস। একটি ব্যাংকের উপদেষ্টা কোচ হিসেবে এই টুর্নামেন্টের সঙ্গে তাঁর সম্পৃক্ততা।

লোগো উন্মোচন অনুষ্ঠানে চিরকুট ব্যান্ডের সংগীত পরিবেশনা
ছবি : প্রথম আলো

স্বপন দাস বললেন, ‘এটা ব্যাংকারদের জন্য খুবই ভালো উদ্যোগ। তবে লক্ষ রাখতে হবে, শুধু ব্যাংকাররাই যাতে খেলেন। বাইরের খেলোয়াড় নিলে সেটা ঠিক হবে না।’

আয়োজকেরা জানিয়েছেন, ব্যাংকারদের বাইরের কারও এখানে খেলার সুযোগ নেই।

আরও পড়ুন

‘মাঠ সমস্যায়’ আর্জেন্টিনাকে জুনে আনছে না বাফুফে