হেরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে নিষেধাজ্ঞা রুবিয়ালেসের

রুবিয়ালেস দায়িত্বে থাকলে স্পেনের হয়ে আর খেলতেন না নারী ফুটবলাররাছবি : রয়টার্স

তুমুল সমালোচনা আর চাপের মুখে সপ্তাহখানেক আগে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধানের পদ ছেড়েছেন লুইস রুবিয়ালেস। আর আজ তিনি স্পেনের হয়ে নারী বিশ্বকাপ জেতা ফুটবলার হেনি হেরমোসোর করা মামলায় দাঁড়ালেন আদালতের কাঠগড়ায়।

আদালত রুবিয়ালেসকে নিজেকে ‘সংযত রাখা’র আদেশ দিয়েছেন। আরও পরিষ্কার বললে আদেশটা এ রকম যে ফুটবলার হেনি হেরমোসোর ২০০ মিটারের মধ্যে যেতে পারবেন না রুবিয়ালেস। হেরমোসোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করতে পারবেন না তিনি।

এর আগে মাদ্রিদের আদালতে রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হয়রানি ও জবরদস্তির মামলা করেছেন হেরমোসো। আজ আদালতে হাজির হয়ে দুটি অভিযোগই অস্বীকার করেছেন রুবিয়ালেস।

স্প্যানিশ মিডফিল্ডার হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। নারী বিশ্বকাপ ফাইনাল শেষে
ছবি: টুইটার

এ ঘটনার শুরু মূলত ২০ আগস্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে সেদিন ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফিফা নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এরপর পুরস্কার মঞ্চে স্পেনের মিডফিল্ডার হেনি হেরমোসো পদক নেওয়ার সময় দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালেসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি তাঁর ঠোঁটে চুমু দেন।

এরপর স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষেও নানা মত আছে। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে গির্জায় অনশনে বসেছিলেন রুবিয়ালেসের মা।

আরও পড়ুন

অন্যদিকে বিষয়টি নিয়ে রুবিয়ালেসের বিরুদ্ধে মামলাও করেছেন হেরমোসো। সেই সময় বিশ্বকাপজয়ী ২৩ জন খেলোয়াড়সহ মোট ৮১ জন এক চিঠিতে স্পেন জাতীয় দলের হয়ে আর খেলবেন না বলে জানিয়েছিলেন।

২২ ও ২৬ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে সুইডেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা স্পেন নারী দলের। এই দুই ম্যাচের আগে আজই দল ঘোষণা করার কথা ভিলদার জায়গায় স্পেনের মেয়েদের দায়িত্ব নেওয়া মোনৎসা তোমের। তবে এর আগে একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে—বিশ্বকাপজয়ী ২৩ ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে চান না।

রুবিয়ালেস অবশ্য বলে আসছেন, চুমুর বিষয়টি ছিল পারস্পরিক এবং বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল। কিন্তু হেরমোসো বিষয়টি পারস্পরিক নয় বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন