শিরোপা জিততে লেভাকুসেনের প্রয়োজন আর মাত্র ৩ পয়েন্ট

গোলের পর লেভারকুসেন সমর্থকদের উচ্ছ্বাসএএফপি

নিজেদের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা জিততে আর মাত্র ৩ পয়েন্ট প্রয়োজন বায়ার লেভারকুসেনের। আজ ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে জাবি আলোনসোর দল। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হেরে গেছে হাইডেনহাইমের কাছে।

এই জয়ের পর ২৮ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট  নিয়ে শীর্ষে আছে লেভারকুসেন। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৬০। ৩৪ রাউন্ডের বুন্দেসলিগা শেষ হতে আর মাত্র ৬ ম্যাচ বাকি আছে। পরের রাউন্ডে লেভারকুসেন জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭৯। তখন বায়ার্ন জিতলেও পয়েন্ট ব্যবধান থাকবে ১৬। কিন্তু ম্যাচ বাকি থাকবে ৫টি, যার মানে খেলা বাকি থাকবে ১৫ পয়েন্টের। অর্থাৎ, বায়ার্ন পরের পাঁচটি ম্যাচ জিতলে আর লেভারকুসেন হারলেও শিরোপা জিতবে আলোনসোর দল।

চলতি মৌসুমে এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হারা লেভারকুসেন তাদের পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠে। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভের্ডার ব্রেমেন। শেষ পর্যন্ত এই ম্যাচ লেভারকুসেন জিতে গেলে টানা ১১ মৌসুম বুন্দেসলিগা জেতা বায়ার্ন তাদের রাজত্ব হারাবে।

অপরাজেয় যাত্রা অব্যাহত রাখতে লেভারকুসেনকে আজ বেশ কষ্টই করতে হয়েছে। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে লেভারকুসেনের রক্ষণকে চাপে রেখেছে বার্লিন। অন্যদিকে বেশ কিছু ভালো আক্রমণ করেও বার্লিনের জমাট রক্ষণের কারণে গোল পাচ্ছিল না আলোনসোর দল।

ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটু ঝামেলাও হয়েছে
এএফপি

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ের ৮ মিনিটে পেনাল্টি থেকে লেভারকুসেনের জয়সূচক গোলটি করেন ফ্লোরেইন ভির্টজ। প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে ফাউল লেভারকুসেনের এক খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রবিন গোজেন্স। ফ্রি-কিক পায় লেভারকুসেন। সেই ফ্রি-কিক থেকে বক্সের মধ্যে বল লাগে এক বার্লিন খেলোয়াড়ের হাতে। লম্বা সময় ধরে ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। সেখান থেকেই গোল করে শিরোপা আরও কাছে চলে যায় লেভারকুসেন।
আরেক ম্যাচে হ্যারি কেইন ও নাবরির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও হাইডেনহাইমের কাছে ৩-২ গোলে হেরেছে বায়ার্ন।