বেনজেমা না জিতলে ব্যালন ডি’অর থেকে বিশ্বাস উঠে যাবে এমবাপ্পের

ফ্রান্স জাতীয় দলে করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে জুটিফাইল ছবি

লিওনেল মেসি ও নেইমার না থাকলেও ব্যালন ডি’অরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তাঁর ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ফরোয়ার্ড নিজে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও এই পুরস্কার জয়ে বাজি ধরেছেন তাঁর জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমাকে নিয়ে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ–কে দেওয়া সাক্ষাৎকার এমবাপ্পে বলেছেন, ‘করিম বেনজেমা ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের সেরা মৌসুম পার করেছেন। চ্যাম্পিয়নস লিগ জিতেছে, মূলত ব্যালন ডি’অর জয়ে এই শিরোপাই পার্থক্য গড়ে দেয়। তাঁর হাতে এবার ব্যালন ডি’অর না উঠলে এই পুরস্কারের প্রতি আজীবনের জন্য আমার বিশ্বাস উঠে যাবে।’ ব্যালন ডি’অর ট্রফি বেনজেমার হাতে দেখলেও নিজেকে সেরা তিনে দেখেন এই ফরাসি তারকা। সেনেগালিজ তারকা সাদিও মানেকেও সেরা তিনে রাখছেন এমবাপ্পে।

আরও পড়ুন
এবারের ব্যালন ডি’অর জয়ে অনেকটাই এগিয়ে বেনজেমা
ফাইল ছবি

রিয়াল মাদ্রিদে যাওয়া অনেকটাই নিশ্চিত ছিল এমবাপ্পের। বহুদিন ধরে আসছি আসছি বলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে না করে দেন। রিয়ালকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবটির সমর্থকেরা ভালোভাবে নেননি। তবে রিয়ালের প্রতি এমবাপ্পের অনুরাগ এখনো আগের মতোই।

ব্যালন ডি’অরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি ৬ জন খেলোয়াড় রিয়াল মাদ্রিদের। তাই রিয়ালের শ্রেষ্ঠত্ব মানতেও আপত্তি নেই এমবাপ্পের। তিনি রিয়াল মাদ্রিদকে আখ্যা দিয়েছেন ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় তৈরি করার ‘যন্ত্র’ হিসেবে।

আরও পড়ুন
ব্যালন ডি’অর জিততে হলে রিয়াল মাদ্রিদেই খেলতে হবে, তা মনে করেন না এমবাপ্পে
ফাইল ছবি

তবে ব্যালন ডি’অর জিততে হলে রিয়াল মাদ্রিদেই খেলতে হবে, তা মনে করেন না এমবাপ্পে। তাঁর বিশ্বাস পিএসজির হয়েই ব্যালন ডি’অর জিতবেন। শিগগিরই এই পুরস্কার জিততে চান এমবাপ্পে, ‘আমি সব সময়ই যত দ্রুত সম্ভব ব্যালন ডি’অর জিততে চেয়েছি। স্বীকার করতে কোনো দ্বিধা নেই, আমি এটা জিততেই চাই। তবে আমার মনে হয় প্রথমবার এই ট্রফি জয় একটু কঠিন।’

আরও পড়ুন