মেজবাহউদ্দিনই প্রধান নির্বাচন কমিশনার

২৬ অক্টোবর বাফুফের নির্বাচন সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছেফাইল ছবি

২৬ অক্টোবর বাফুফের নির্বাচন সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় সাবেক সরকারি কর্মকর্তা মেজবাহউদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। মেজবাহউদ্দিন ২০০৮ থেকে বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন। টানা পঞ্চমবার এই দায়িত্ব পালন করবেন তিনি। এবার তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান।

বাফুফের সভায় অনুমোদিত হয়েছে এবারের নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। বুধবার কাউন্সিলর নিয়ে আপত্তির শুনানি শেষে বাদ পড়েছে ৪ জেলা—ফেনী, গোপালগঞ্জ, লালমনিরহাট ও শেরপুর। মামলা থাকায় কাউন্সিলরশিপের আবেদন গ্রহণ করা হয়নি দুই জেলার—যশোর ও সাতক্ষীরা।

কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে পর্যালোচনা কমিটির আহ্বায়ক করা হয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ জকরিয়াকে। তাঁকে বাফুফের নির্বাচনী আপিল কমিশনের প্রধানও করা হয়েছে। আপিল কমিশনের দুই সদস্য বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক দুই কমকর্তা হারুনুর রশীদ ও মিহির সারোয়ার মোর্শেদ।

বাফুফের আজকের সভায় ঠিক হয়েছে, নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এ মাসেই নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের বাজেট এবং এএফসির স্টেডিয়াম প্রকল্পের অধীন বাফুফে ভবন সংস্কার ও এর বাজেট অনুমোদন হয়েছে এ সভায়। বাফুফের বিদায়ী সভাপতি কাজী সালাহউদ্দিনের সভাপতিত্বে সভায় ১০ জন সশরীরে ও ৪ জন অনলাইনে যুক্ত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর বাফুফের সিনিয়র সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন সালাম মুর্শেদী। তিনি গ্রেপ্তার হয়েছেন। তিন সহসভাপতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ, আতাউর রহমান ভূঁইয়া ও সদস্য নুরুল ইসলাম বাফুফের কার্যক্রমে অনুপস্থিত।

আরও পড়ুন

সভা শেষে বাফুফের সদস্য সত্যজিৎ দাস সাংবাদিকদের বলেন, আজকের সভাই বর্তমান কমিটির শেষ সভা নয়। পরবর্তী অর্থবছরের বাজেট অনুমোদনের জন্য দ্রুতই আরেকটি সভা হবে।

আরও পড়ুন