রিয়ালে সর্বোচ্চ বেতন দাবি ভিনিসিয়ুসের, এখন কত পান
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ আরও দুই বছর আছে। কিন্তু ব্রাজিলিয়ান তারকাকে লম্বা সময়ের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে রাখতে এখনই তাঁর সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ ক্ষেত্রে অবশ্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ক্লাবটির ‘বেতন–যুদ্ধ’!
বেতনের লড়াইটা মূলত রিয়ালের তিন তারকার মধ্যে—ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের।
পাঁচ মাস ধরেই ভিনিসিয়ুসের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে রিয়াল। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ কোনো দিকে মোড় নিচ্ছে না ভিনির চাওয়া বেতনের কারণে। স্পেনের সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বর্তমানে বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো করে বেতন পান। নতুন চুক্তিতে তিনি বছরে চান ২ কোটি ইউরো।
দলকে ১৪ ও ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতাতে অসাধারণ ভূমিকা রাখা ভিনির বেতন ৫০ লাখ ইউরো বাড়াতে রিয়ালের তেমন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ভিনির বেতন ৫০ লাখ ইউরো বাড়লে তিনিই হয়ে যাবেন রিয়ালের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়।
এ ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে, রিয়ালকে বেতন বৃদ্ধি নিয়ে চাপ দিতে শুরু করতে পারেন এমবাপ্পে। গত মৌসুমে ভিনিকে ম্লান করে তিনিই ছিলেন রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে গত মৌসুমে ক্লাবের ৪৪ গোল করার পাশাপাশি লা লিগার সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফিও জিতেছেন ফরাসি তারকা।
এমবাপ্পের বর্তমান বার্ষিক বেতন ১ কোটি ৫০ লাখ ইউরো। তাঁর বেতনও ৫০ লাখ ইউরো বাড়িয়ে ভিনিসিয়ুসের সমান করতেও রিয়ালের তেমন কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু এ দুজনের বেতন বাড়ালে বেলিংহাম কি চুপ করে থাকবেন! চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা ইংলিশ মিডফিল্ডার ২০২৪–২৫ মৌসুমে রিয়ালের হয়ে ১৫ গোল করেছেন, ভিনির ২২ গোলের চেয়ে মাত্র সাতটি কম।
এএস তাদের প্রতিবেদনে লিখেছে, সব মিলিয়ে ভিনির নতুন চুক্তিতে বেতন বাড়িয়ে ‘বেতনকাঠামো’ ভাঙতে চায় না রিয়াল। কিন্তু ভিনিও তাঁর দাবি থেকে সরে আসতে রাজি নন। তাই ভিনিসিয়ুস–রিয়াল নতুন চুক্তির কী হবে, এখনই তা বলা যায় না।