ছবির গল্পে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

তৃতীয় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন সাজে সেজেছে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম। রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে উৎসবের আবহ।
‘গোল...গোল’ থিম সংয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উল্লাস। তারার মেলায় পরিণত উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া ছাড়াও আরও চার সাবেক অধিনায়কও ছিলেন এ অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়িয়েছে ম্যাচও। ছবির গল্পে আসুন দেখে নিই ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বের প্রথম দিন—
১ / ১০
মঞ্চে দাঁড়ানো অতিথিদের মাঝে কথা বলছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পতাকা উত্তোলনের পর প্রতিযোগীদের মাঝে লড়াইয়ের প্রেরণা ছড়িয়ে দেন অধিনায়ক
সৌরভ দাশ
২ / ১০
প্রতিযোগী ও অতিথিদের উদ্দেশে কথা বলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া
সৌরভ দাশ
৩ / ১০
খেলোয়াড়দের জন্য এটাই টুর্নামেন্টের মূল আকর্ষণ—ট্রফি!
সৌরভ দাশ
৪ / ১০
একে তো জাতীয় দলের অধিনায়ক, তার ওপর তারকা ফুটবলার। জামাল ভূঁইয়ার সঙ্গে তাই ছবি তোলার হিড়িক পড়ে গেল বিশ্ববিদ্যালয় দলের খেলোয়াড়দের মধ্যে
সৌরভ দাশ
৫ / ১০
ওপর থেকে পাখির চোখে উদ্বোধনী অনুষ্ঠানের একটি মুহূর্ত
সৌরভ দাশ
৬ / ১০
গোলের হাসি চোখেমুখে স্পষ্ট। তরুণদের মুখে এমন সাফল্যের হাসি দেখাই ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের লক্ষ্য
সৌরভ দাশ
৭ / ১০
ডান থেকে প্রথম পাঁচজনই জাতীয় দলের অধিনায়ক। তাঁদের মধ্যে একজন বর্তমান ও অন্য চারজন সাবেক। (ডান থেকে) মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, জামাল ভুঁইয়া, ইমতিয়াজ সুলতান জনি ও আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। তাঁরা সবাই দেশের ফুটবলের কিংবদন্তি। অতিথি হয়ে এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। তাঁদের খেলা দেখার একটি মুহূর্ত
সৌরভ দাশ
৮ / ১০
এক প্রবীণ ফুটবলভক্তের বুকে গেঞ্জির ওপর অটোগ্রাফ দিচ্ছেন জামাল ভূঁইয়া
সৌরভ দাশ
৯ / ১০
খেলা শুরুর আগে টস নামের ভাগ্যপরীক্ষায় তাকিয়ে দুই দলের অধিনায়ক
সৌরভ দাশ
১০ / ১০
বাইসাইকেল কিকের চেষ্টা, কিন্তু হলো না! জমজমাট এই ম্যাচ উপভোগ করেছেন দর্শক
সৌরভ দাশ