শেষ ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে কোন দল কত নম্বরে
জানুয়ারিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ এবারই প্রথম দেখেছে ফুটবল বিশ্ব। আজ প্রথমবার একই সময়ে ১৮টি ম্যাচও দেখতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ। নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে যাচ্ছে দলগুলো। এ পর্যন্ত ১৮টি দলের নকআউট পর্ব খেলা নিশ্চিত হয়েছে। বাকি ৬টি জায়গার জন্য লড়াইয়ে আছে ৯টি দল।
এ পর্যন্ত দুটি দল লিভারপুল ও বার্সেলোনা নিশ্চিত করে ফেলেছে সরাসরি শেষ ষোলোতে খেলা। শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে যাবে আরও ছয়টি দল। ৯ম থেকে ২৪তম দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। দুই লেগ শেষে এগিয়ে থাকারা যাবে শেষ ষোলোতে।
১৮ ম্যাচের ফুটবলের রাতটা কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে থেকে শুরু করছে, দেখে নিতে পারেন।
পয়েন্ট তালিকা
নকআউট পর্বে যারা, আর কারাই–বা বাদ পড়েছে
শেষ ষোলো নিশ্চিত
লিভারপুল ও বার্সেলোনা
অন্তত প্লে-অফ নিশ্চিত
আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ব্রেস্ত, সেল্টিক, বরুসিয়া ডর্টমুন্ড, ফেইনুর্ড, ইন্টার মিলান, জুভেন্টাস, লেভারকুসেন, লিল, এসি মিলান, মোনাকো ও রিয়াল মাদ্রিদ।
প্রথম পর্ব থেকে বিদায়
বোলোনিয়া, রেড স্টার, জিরোনা, লাইপজিগ, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা,স্পার্তা প্রাগ, স্টুর্ম গ্রাৎস ও ইয়াং বয়েজ