ম্যাচের ২৪ ঘণ্টা আগে টুইট করে আলোচনায় রোনালদো

বিশ্বকাপের ৫টি ভিন্ন আসরে গোলের রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোছবি: এএফপি

তিনি মাঠে থাকলেও খবরের শিরোনাম, মাঠের বাইরে থাকলেও তা–ই। ভালো খেললে, ভালো কিছু করলে তো তিনি খবরের শিরোনাম হনই, ভালো না খেললেও তিনিই খবরের শিরোনাম। এটা তো হবেই, তাঁর নামটা যে ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময় আজ রাত একটায় উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে পর্তুগাল। এ ম্যাচের পূর্বকথনে ঘুরেফিরে এসেছে রোনালদোর নাম। ম্যাচটিতে তিনি ভালো খেলুন আর ভালো খেলতে না পারুন, তাঁর নামটি আসবে নিশ্চিত।

কিন্তু উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি খেলতে নামার আগে খেলার বাইরের একটি কারণে সামনে চলে এসেছে রোনালদোর নাম। তাঁর একটি টুইট নিয়ে আলোচনা চলছে ফুটবল বিশ্বে। এমন নয় যে টুইটটিতে বিতর্কিত কিছু লিখেছেন রোনালদো। কিন্তু ওই যে, তাঁর নাম রোনালদো! কারণে বা অকারণে তাঁকে নিয়ে আলোচনা করাটা যে অভ্যাসে পরিণত হয়ে গেছে ফুটবল অনুসারীদের!

তা এবার টুইটে কী লিখেছেন রোনালদো? সাধাসিধে একটি টুইট, যেটাতে তিনি ম্যাচের আগে নিজেদের মানসিকভাব দৃঢ় থাকার বিষয়টি জানিয়েছেন। লিখেছেন, ‘লক্ষ্য অর্জনের জন্য আমরা ঐক্যবদ্ধ আর অবিচল।’

এ টুইটে বিতর্কের কিছু নেই। কিন্তু রোনালদোকে নিয়ে আলোচনা করতে হবে না! এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম আর সংবাদমাধ্যমে আলোচনা চলছে, ম্যাচের ২৪ ঘণ্টা আগেও কেন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকবেন রোনালদো!