সিটি চ্যাম্পিয়নস লিগ জিতলে ব্রিটিশ গায়ক হবেন গার্দিওলার ‘পরিচারক’
ম্যানচেস্টার সিটিতে অন্য সব ট্রফিই জিতেছেন পেপ গার্দিওলা। কিন্তু সিটির হয়ে তাঁর কখনো চ্যাম্পিয়নস লিগের ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। খুব কাছে পৌঁছে গিয়েছিলেন ২০২১ সালে। কিন্তু চেলসির কাছে হেরে সে যাত্রায় শিরোপাটা অধরাই থেকে গেছে তাঁর কাছে। ২০১৬ সালে বায়ার্ন মিউনিখ থেকে তাঁর ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে যোগ দেওয়ার অন্যতম লক্ষ্যই ছিল চ্যাম্পিয়নস লিগ জয়। সিটিকে ইউরোপের অন্যতম সেরা দল হিসেবে তৈরি করেছেন। এখন অপেক্ষা তাঁর চক্র পূরণের—সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো।
ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ-সেরা হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটি। ১০ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে সিটির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ফর্ম, পারফরম্যান্স—এসব বিচারে এবারের চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে সিটির পক্ষে বাজি ধরার লোকই বেশি হয়তো।
সিটি সমর্থকেরা একটি চ্যাম্পিয়নস লিগের শিরোপার জন্য কতটা মুখিয়ে, সেটি বোঝা যায় বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড ‘ওয়েসিস’-এর প্রধান গিটারিস্ট ও গায়ক নোয়েল গ্যালাঘারের কথা শুনলে। তিনি বলেছেন, এবার গার্দিওলা যদি সিটিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দিতে পারেন, তাহলে নাকি আগামী পাঁচ বছর স্প্যানিশ কোচের ‘পরিচারক’ হয়ে কাটিয়ে দেবেন। মানে পরের পাঁচ বছর গার্দিওলার বাড়িতে ভৃত্য হিসেবে কাজ করে দেবেন নোয়েল।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়েল বলেছেন, ‘গার্দিওলা যদি ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগের জেতাতে পারেন, তাহলে আমি আগামী পাঁচ বছর তাঁর পরিচারক হিসেবে কাজ করব। তিনি যা বলেন, তা-ই করব।’
ব্রিটিশ রকসংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী গীতিকার হিসেবে পরিচিত নোয়েল গ্যালাঘারের গার্দিওলা-মুগ্ধতা অবশ্য নতুন নয়। এর আগেও তিনি গার্দিওলাকে ‘ফুটবল ইতিহাসের সেরা কোচ’ হিসেবে উল্লেখ করেছেন। সেই গার্দিওলা যদি সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেন, তাহলে তাঁর জন্য আর কী কী করতে রাজি, সেই ফিরিস্তিও দিয়েছেন গ্যালাঘার, ‘গার্দিওলা যদি আমার বাড়িতে এসে বলেন, তিনি বাড়ির সাজসজ্জা পছন্দ করছেন না, তাহলে আমি তাঁর কথায় সেটিও বদলাতে রাজি আছি।’ গ্যালাঘারের কথা, ‘জিনিয়াস বলতে আসলে যা বোঝায়, গার্দিওলা সেটিই।’
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে নোয়েল একটা ম্যানচেস্টার সিটিকে কাল্পনিক ব্যান্ড দলেরও সঙ্গে তুলনা করেছেন। যে ব্যান্ডের প্রধান গায়ক গার্দিওলা। গ্যালাঘার মনে করেন, এই ব্যান্ডের ড্রামার হবেন আর্লিং হলান্ড, সেটি তাঁর শক্তির কারণেই। বেজ গিটারিস্ট হবেন নাথান আকে। গিটারিস্টের ভূমিকায় থাকবেন কেভিন ডি ব্রুইনা ও জ্যাক গ্রিলিশ।’
৫৬ বছর বয়সী গ্যালাঘার নব্বইয়ের দশকে ব্রিটিশ সংগীতে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি একই সঙ্গে ওয়েসিস ব্যান্ডের লিড গিটারিস্ট, গীতিকার ও সহ-ভোকালিস্ট ছিলেন। ২০০৯ সালে তিনি ওয়েসিস ছেড়ে দেন। ১৯৯১ সালে ম্যানচেস্টারে ওয়েসিস ব্যান্ড প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডের লিড ভোকাল ছিলেন নোয়েল কালাঘারেরই ছোট ভাই লিয়াম কালাঘার, তিনিও ম্যানচেস্টার সিটির অন্তঃপ্রাণ সমর্থক।