মারাকানার মারামারিতে মেসিরা যে কারণে মাঠ ছেড়ে গিয়েছিলেন

মাঠ ছাড়ছেন মেসিছবি: এএফপি

মারাকানায় এক অবিশ্বাস্য দৃশ্যের অবতারণা হয়েছিল। ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে শুরু হয়েছিল দর্শকদের দাঙ্গা। যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মারাকানায় গ্যালারির এক অংশে আর্জেন্টিনার সমর্থকদের পিটিয়েছে ব্রাজিলের পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা দেরিতে শুরু হওয়া এই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাদের ওপর আসন ছুড়ে মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা শুরু করে পুলিশ।

কারণটা যাই হোক, আর্জেন্টাইন দর্শকদের ওপর পুলিশের লাঠিপেটা ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শক্তমুখে একপর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। কেন তখন মাঠ ছেড়ে ড্রেসিংরুমে গিয়েছিলেন মেসি, ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে সেই কারণটা জানিয়েছেন মেসি।

আরও পড়ুন

আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতেই ফিরে গিয়েছিলেন ড্রেসিংরুমে। মেসির ভাষ্য, ‘কারণ সবকিছু শান্ত করার এটাই উপায়।’ এরপর বলেছেন, ‘আমরা দেখেছি কীভাবে তারা (পুলিশ) মানুষগুলোকে মারছিল। খারাপ কিছু হয়ে যেতেই পারত। যখন সবকিছু একটু শান্ত হয়ে আসছিল তখন আমরা স্বজনদের খোঁজ নিয়েছি। সবকিছু সম্পর্কেই খোঁজ নিই। এরপর মাঠে ফিরি।’

জয়ের পর মেসিদের উল্লাস
ছবি: এএফপি

পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন মেসি। চোটের সঙ্গে লড়া মেসি জানিয়েছেন চলতি বছর এটাই তাঁর শেষ ম্যাচ, ‘এটা এই বছরে আমার শেষ ম্যাচ ছিল। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আমার হাতে এখন সময় আছে। হালকা চোট কাটিয়ে দারুণ একটা বছর কাটানো ও দারুণ প্রাক মৌসুমের জন্য আমি প্রস্তুতি নেব।’

আরও পড়ুন

নিকোলাস ওতামেন্দির গোলে আর্জেন্টিনা জেতায় বছরটা জয় দিয়েই শেষ হলো মেসির। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা চার জয়ের পর সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে জয়ে ফেরা লিওনেল স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল। অন্যদিকে টানা তিন হারে ব্রাজিল এখন পয়েন্ট তালিকার ছয় নম্বরে।

আরও পড়ুন