‘মেসি সর্বকালের সেরা’, এটা বলতে চান না রিয়াল মাদ্রিদ কোচ

বিশ্বকাপ ট্রফির সঙ্গে মেসিএএফপি

বিশ্বকাপ শেষ ১০ দিন হয়ে গেছে। এরই মধ্যে চাকা আবার ঘোরা শুরু করেছে ইউরোপের বিভিন্ন লিগের। ইংলিশ লিগ শুরু হয়ে গেছে, মাঠে গড়িয়েছে ফ্রেঞ্চ লিগও। স্প্যানিশ লা লিগাও শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। রিয়াল মাদ্রিদ প্রস্তুতি নিচ্ছে ভায়াদোলিদের সঙ্গে পরের ম্যাচের জন্য। শনিবার এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ বিরতির পর আবার মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।

কোচ কার্লো আনচেলত্তি এখন ব্যস্ত। জানিয়ে দিয়েছেন, ভায়াদোলিদের বিপক্ষে খেলবেন তাঁরাই, যাঁদের তিনি অনুশীলনে বেশি দেখেছেন। আনচেলত্তি এই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনও করেছেন। বিশ্বকাপের পর প্রথম সংবাদ সম্মেলন, স্বাভাবিকভাবেই বিশ্বকাপের প্রসঙ্গ থাকবে। সেটি ছিলও। কথা বলেছেন ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ মেসিকে নিয়ে। একই সঙ্গে ব্রাজিলের কোচ হিসেবে তাঁর নাম নিয়ে কানাঘুষার ব্যাপারেও।

আরও পড়ুন

বিশ্বকাপের পর সবাই মেসিকে সর্বকালের সেরা, ফুটবল ইতিহাসের সেরা ইত্যাদি বিশেষণ দিচ্ছেন। আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল তিনিও তা–ই মনে করেন কি না। রিয়াল মাদ্রিদ কোচ অবশ্য জানিয়েছেন এ ব্যাপারে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত।

কার্লো আনচেলত্তি
ছবি: রয়টার্স

রিয়ালের ইতালীয় কোচ ‘সর্বকালের সেরা’ ধারণাটির সঙ্গেই একমত নন, ‘মেসি সর্বকালের সেরা কি না, এটা বলা নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। সর্বকালের সেরা ধারণাটির সঙ্গেই আমি একমত নই। এটা বলাও ঠিক নয়। একেক সময়ের সেরা একেকজন। “মেসি সর্বকালের সেরা” এটা আমার মুখ থেকে বের হবে না। আমি অনেক সেরা খেলোয়াড়ের খেলা উপভোগ করেছি। আমি অনেক ব্যালন ডি’অর পাওয়া তারকাকে অনুশীলন করিয়েছি। আমি ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনাদের চোখের সামনে খেলতে দেখেছি।’

আরও পড়ুন

বিশ্বকাপে ব্যর্থতার পর বিদায় নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। নেইমার–কাসেমিরোদের নতুন কোচ কে হবেন, সেটা নিয়ে নানা নাম আসছে। জোসে মরিনিও থেকে শুরু করে আর্জেন্টাইন কোচ মার্সেলো গালার্দো, মরিসিও পচেত্তিনোদের নাম এসেছে। নাম এসেছে আনচেলত্তিরও।

এটি নিয়ে তাঁর মন্তব্য, ‘ব্রাজিল যদি আমার প্রতি আগ্রহী হয়ে থাকে, তাহলে তো তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। কই কেউ তো আমার সঙ্গে যোগাযোগ করেনি। তবে যদি তারা আমাকে প্রস্তাব দেয়, আমি সম্মানিত বোধ করব। তবে আমার কথা পরিষ্কার। আমি এখন রিয়াল মাদ্রিদের কোচ আছি। এ মুহূর্তে আমি রিয়ালকে বলতে চাই না, আমি তাদের সঙ্গে কাজ করতে চাই না।’