উয়েফা নেশনস লিগ: কোয়ার্টার ফাইনালে কারা, কারা উঠল আর কারাই–বা নামল

শেষ হয়েছে উয়েফা নেশনস লিগে লিগ পর্ব। প্রথম স্তরের আটটি দল উঠেছে কোয়ার্টার ফাইনাল পর্বে। আর কোন স্তর থেকে কারা ওপরের স্তরে উঠল, কারাই–বা অবনমিত হলো…

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালএএফপি

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দিন ছিল কাল। শেষ দিনে দমিনিক সবোসলাইয়ের যোগ করা সময়ের নবম মিনিটে করা পেনাল্টি গোলে জার্মানিকে জিততে দেয়নি হাঙ্গেরি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। লিগ ‘এ’র ৩ নম্বর গ্রুপের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আগের ম্যাচে জার্মানি কাছে ৭-০ গোলে হারা বসনিয়া। জার্মানি ও নেদারল্যান্ডস অবশ্য আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল।

নেশনস লিগের শীর্ষ স্তর লিগ ‘এ’র চারটি গ্রুপ থেকে আটটি দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে হবে শেষ আটের ড্র। আগামী মার্চে হবে দুই লেগের কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল আগামী জুনে।

কোন গ্রুপ থেকে কারা কোয়ার্টার ফাইনালে

উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন
এএফপি

লিগ ‘বি’ থেকে লিগ ‘এ’তে উত্তরণ

চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, নরওয়ে ও ওয়েলস

লিগ ‘এ’ থেকে লিগ ‘বি’তে অবনমন

বসনিয়া, ইসরায়েল, পোল্যান্ড ও সুইজারল্যান্ড

লিগ ‘সি’ থেকে লিগ ‘বি’তে উত্তরণ

উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া ও সুইডেন

লিগ ‘বি’ থেকে লিগ ‘সি’তে অবনমন

আলবেনিয়া, ফিনল্যান্ড, কাজাখস্তান ও মন্টেনেগ্রো

লিগ ‘ডি’ থেকে লিগ ‘সি’তে উত্তরণ

মলদোভা ও সান মেরিনো

লিগ ‘সি’ থেকে লিগ ‘ডি’তে অবনমন

আজারবাইজান ও লিথুয়ানিয়া

আরও পড়ুন

প্লে-অফ পর্ব

লিগ ‘এ’র তৃতীয় দল লিগ ‘বি’র দ্বিতীয় দলের বিপক্ষে, লিগ ‘বি’র তৃতীয় দল লিগ ‘সি’র দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে। এ ছাড়া লিগ লিগ ‘সি’র চতুর্থ হওয়া তিনটি দলের সেরা দুটি দল মুখোমুখি হবে লিগ ‘ডি’র রানার্সআপ দুই দলের বিপক্ষে। প্লে-অফে ওপরের স্তরের দল জিতলে নিজেদের স্তরে টিকে থাকবে, হারলে নেমে যাবে পরের স্তরে। নিচের স্তরের দল জিতলে পরের মৌসুমে খেলবে ওপরের স্তরে, হেরে গেলে বর্তমান স্তরেই থাকবে।

লিগ এ/বি প্লে-অফ
অস্ট্রিয়া, বেলজিয়াম, গ্রিস, হাঙ্গেরি, স্কটল্যান্ড, সার্বিয়া, তুরস্ক ও ইউক্রেন

লিগ বি/সি প্লে-অফ
আর্মেনিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া

গ্রুপ সি/ডি প্লে-অফ
জিব্রাল্টার, লাটভিয়া, লুক্সেমবার্গ ও মাল্টা

আরও পড়ুন