মোহামেডানের ৮ গোল, দিয়াবাতেরই ৫টি

ব্রাদার্সের বিপক্ষে আজ ৫ গোল করেছেন মোহামেডানের সুলেমান দিয়াবাতেপ্রথম আলো ফাইল ছবি

ছুটে চলেছে মোহামেডান। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল গোল উৎসব করেছে সাদাকালোরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দল ব্রাদার্সকে তারা হারিয়েছে ৮-০ গোলে।

৮ গোলের ৫টিই সুলেমান দিয়াবাতের। এবারের লিগে এক ম্যাচে কোনো খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ গোল। এই ৫ গোল সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে তুলে দিয়েছে মালির এই ফুটবলারকে। এবারের লিগে দিয়াবাতের গোল ১৩টি। মোহামেডানের বাকি তিনটি গোল ইমন, জুয়েল মিয়া ও ইমানুয়েল টনির। এই মৌসুমে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ৩০ মার্চ ব্রাদার্সের বিপক্ষে ৭-১ গোলে কিংসের জয়টি ছিল সবচেয়ে বড়।

এখন পর্যন্ত মোহামেডানই চলতি লিগে একমাত্র অপরাজিত দল। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সাদাকালোরা। ৩১ পয়েন্ট নিয়ে কিংস যথারীতি শীর্ষে। আজই ১২তম ম্যাচটা জিততে অবশ্য খানিক কষ্টই হয়েছে কিংসের। রাজশাহীতে ফর্টিস এফসির বিপক্ষে কিংসের জয়ের ব্যবধান ১-০। ২৩ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরার গোলটি ধরে রেখে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়নরা।

ফর্টিস স্পোর্টিংকে ১–০ গোলে হারিয়েছে লিগের শীর্ষ দল বসুন্ধরা কিংস
ফেসবুক/বসুন্ধরা কিংস

প্রচণ্ড গরমের মধ্যে মোহামেডান ৩৪ মিনিটে ১-০ করেছে। শাহরিয়ার ইমন এই গোল করেন। এরপর দিয়াবাতের গোল উৎসবের শুরু। ৪৩ মিনিটে করেছেন নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। ৬৮, ৭২ ও ৮৯ মিনিটে করেন বাকি তিন গোল। তাঁর গোলেই শেষ হয় মোহামেডানের গোল উৎসব। ৭৫তম মিনিটে গোলের খাতায় নাম তোলেন জুয়েল মিয়া। ৮৭তম মিনিটে ইমানুয়েল টনি করেন দলের সপ্তম গোল।

আরও পড়ুন

রাজশাহী থেকে ফেরার পথে মোহামেডান কোচ আলফাজ আহমেদ ছিলেন উচ্ছ্বসিত। ফোনে বললেন, ‘আমার অধীনে মোহামেডান এই প্রথম ৮ গোল করেছে। অনেক দিন পর ৮ গোল। মনে পড়ে ১৯৯২ সালে পিডব্লিউডির বিপক্ষে নকীবের ৪ গোলে মোহামেডান ৮ গোল করে। এরপর ৮ গোল হয়েছে কি না আমার ঠিক মনে পড়ছে না। দিনটা খুব ভালো কেটেছে আমাদের।’