বেলিংহামময় ম্যাচে পিছিয়ে পড়েও জিতল রিয়াল

জুড বেলিংহামের গোল উদ্‌যাপনছবি : টুইটার

আলমেরিয়া ১–৩ রিয়াল মাদ্রিদ

জয় ১১, ড্র ২, হার ০—আন্দালুসিয়ান ক্লাবগুলোর মাঠে লা লিগায় সর্বশেষ ১৩ ম্যাচের ফলই বলে দিচ্ছিল কতটা ধারাবাহিক রিয়াল মাদ্রিদ। রিয়ালের সেই ধারাবাহিকতায় কাল শুরুতেই ছেদ পড়ার শঙ্কা জেগেছিল।

সেটাও বড় কোনো দলের কাছে নয়। গত মৌসুমের শেষ দিনে কোনো রকমে অবনমন এড়ানো আলমেরিয়ার বিপক্ষে। ম্যাচ শুরুর ৩ মিনিটেই পিছিয়ে পড়েছিল রিয়াল। কিন্তু গোল খাওয়াটার অনুভূতিটাই যেন তাতিয়ে দিয়েছিল জুড বেলিংহামকে। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে এ মৌসুমেই রিয়ালে যোগ দেওয়া বেলিংহাম এরপর নিজে করেছেন জোড়া গোল, সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে করিয়েছেন অন্যটি। ঘুরে দাঁড়িয়ে রিয়াল জিতেছে ৩–১ ব্যবধানে।

লিগে নিজেদের প্রথম ম্যাচেও জিতেছিল রিয়াল। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে জয়টা ২–০ ব্যবধানের। সেটা ছিল রিয়ালের জার্সিতে বেলিংহামের প্রথম ম্যাচ। ওই ম্যাচে দুর্দান্ত গোল করে শুধু অভিষেকই রাঙাননি, জিনেদিন জিদানকেও মনে করিয়েছেন। কাল দলের প্রয়োজনে নিজেকে আরেকবার মেলে ধরেছেন বেলিংহাম।

রিয়ালের ঘুরে দাঁড়ানো জয়ের দুই নায়ক ভিনিসিয়ুস (বাঁয়ে) ও বেলিংহাম
ছবি : এএফপি

টানা দুই জয়ে রিয়ালই এখন লা লিগার পয়েন্ট তালিকার মগডালে। কার্লো আনচেলত্তির দলের মতো সমান ৬ পয়েন্ট ভ্যালেন্সিয়ারও। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে রয়েছে ভ্যালেন্সিয়া।

কালকের রাতটাকে বেলিংহাম পরিবারের রাত বললেও ভুল হবে না। আলমেরিয়ার বিপক্ষে জুড বেলিংহাম জোড়া গোল করে রিয়ালকে জিতিয়েছেন। আর ইংলিশ চ্যাম্পিয়নশিপে তাঁর ভাই জোবে বেলিংহাম রোথারহামের বিপক্ষে জোড়া গোল করে সান্ডারল্যান্ডকে মৌসুমের প্রথম জয় এনে দিয়েছেন। আরেকটি জায়গাতেও কী মিল! বেলিংহামময় রাতে দুই ভাই–ই দুটি করে গোল করেছেন তাঁদের দল পিছিয়ে পড়ার পর।

ম্যাচের ফল রিয়ালের পক্ষে যতটা বলসে, ততটা সহজ ছিল না। বল দখল, সুযোগ তৈরি ও লক্ষ্যে শট নেওয়ার দিক থেকে কাছাকাছিই ছিল আলমেরিয়া। কিন্তু বেলিংহাম, ভিনিসিয়ুসদের ফিনিশিং দক্ষতা দুই দলের ব্যবধান গড়ে দিয়েছে।

ঘরের মাঠ পাওয়ার হর্স স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া। টনি ক্রুসের ফ্রি কিক রুখে দিয়ে দ্রুত গতিতে পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। বাঁ উইং ধরে এগিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস রবের্তোনি দারুণ ক্রস বাড়ান ডি বক্সে। গতিতে ক্রুসকে পেছনে ফেলে হেডে গোল করেন সের্হিও আরিবাস।

গোলটা সেভাবে উদ্‌যাপন করেননি আরিবাস। উল্টো রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। কদিন আগে যে তিনি রিয়ালেরই খেলোয়াড় ছিলেন। এ মৌসুমে যোগ দিয়েছেন আলমেরিয়ায়।

পিছিয়ে পড়ার পর আলমেরিয়া রক্ষণের ওপর প্রবল চাপ তৈরি করে আনচেলত্তির দল। সাফল্য ধরা দেয় ১৯ মিনিটে। ফেদেরিকো ভালভের্দের হেডে ডি বক্সে জটলার মধ্যে বল পান বেলিংহাম। ফিনিশিংয়ের কাজটা সারের দুবারের চেষ্টায়। ১–১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

আক্রমণ-প্রতি আক্রমণে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচের ৬০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ক্রুসের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন বেলিংহাম।

আরও পড়ুন

৭১ মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলমেরিয়া। আদ্রি এমবার্বার ক্রসে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস হাভিয়ের সুয়ারেজ।

রিয়াল অধ্যায়ের শুরুতেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন জুড বেলিংহাম
ছবি : টুইটার

দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় রিয়াল। এবার গোলের জোগানদাতার ভূমিকায় বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস।

আরও পড়ুন

রিয়াল ৩–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর খেলার গতি কিছুটা কমে যায়। তবু বেশ কিছু সুযোগ তৈরি করলে দুই দল। যদিও কোনোটাই কাজে লাগাতে পারেনি।

রিয়ালের পরের ম্যাচটাও প্রতিপক্ষের মাঠে। আগামী শুক্রবার আনচেলত্তির দলকে আতিথ্য দেবে সেল্‌তা ভিগো।