আর্জেন্টিনার জন্য মায়ামির যে ম্যাচটি খেলতে পারবেন না মেসি

মেসি বদলে দিয়েছেন ইন্টার মায়ামিকেছবি: এএফপি

ডেটলাইন ১০ সেপ্টেম্বর।

ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো চাইলে ক্যালেন্ডারের পাতায় দিনটিতে লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতে পারেন। সেদিন মেজর লিগ সকারের (এমএলএস) প্লে–অফে খেলার সম্ভাবনা আরেকটু বাড়াতে স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হবে মায়ামি। ভাবতে পারেন, হোক না গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই বলে লাল কালির দাগ দেওয়ার কী আছে!

উত্তরটা সরাসরি দেওয়া যাক—গত জুলাইয়ে অভিষিক্ত হওয়ার পর থেকে লিওনেল মেসিকে ছাড়া কোনো ম্যাচ খেলেনি মায়ামি। একাদশ কিংবা বেঞ্চ—যেখান থেকে হোক মাঠে নেমেছেন আর্জেন্টাইন তারকা। আর এ ১১ ম্যাচে মায়ামি হারেনি। মেসি নিজে গোল করেছেন ১১টি। সর্বশেষ আজ লস অ্যাঞ্জেলেসকে তাদের মাঠে ৩–১ গোলে হারিয়েছে মায়ামি। এই তিন গোলের দুটিও মেসির বানিয়ে দেওয়া। অর্থাৎ মায়ামির এই অপরাজিত যাত্রায় বেশির ভাগ অবদান মেসির।

আরও পড়ুন

কিন্তু ১০ সেপ্টেম্বর কানসাস সিটির বিপক্ষে এমএলএসের ম্যাচে মেসিকে পাবে না মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি আসার পর থেকে তাঁকে ছাড়া যেহেতু মায়ামির এখনো ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি এবং অবস্থাদৃষ্টে এটাও বোঝা যাচ্ছে, মেসির ওপর ইন্টার মায়ামি এরই মধ্যে নির্ভরশীল হয়ে পড়েছে; তাই লাল কালির দাগ দেওয়ার প্রসঙ্গ উঠছে।

মায়ামির একেবারে নির্ভার থাকার কোনো কারণই নেই। সে যা হোক, আর্জেন্টিনা জাতীয় দলের খোঁজখবর না রাখলে প্রশ্ন উঠতে পারে, মেসি কেন সে ম্যাচে খেলবেন না? চোট? না, মোটেই তা নয়। কারণটা আসলে ভালোবাসার ও দায়িত্ববোধের। আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লড়বেন মেসি, তাই কানসাস সিটির বিপক্ষে তাঁকে পাবে না মায়ামি। তবে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচে খেলবেন মেসি, ‘বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এত গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার বিষয়টি আমি ভাবতেই পারছি না।’

ইন্টার মায়ামিতে মেসি–জাদু চলছেই
ছবি : টুইটার

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পরশু স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে বাছাইপর্ব খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচটি খেলে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেবেন মেসি। ৭ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

আরও পড়ুন

এরপর ১২ সেপ্টেম্বর লা পাজে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। অর্থাৎ এ দুটি ম্যাচের মধ্যে এমএলএসে কানসাস সিটির বিপক্ষে ম্যাচে মেসিকে পাবে না মায়ামি। তবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে ফিফার এই আন্তর্জাতিক বিরতিতে আরও খেলোয়াড় ছাড়তে হবে। এমএলএসে সব কটি ক্লাবের মধ্যে আন্তর্জাতিক দায়িত্ব পালনে মায়ামি থেকে ডাক পড়েছে সবচেয়ে বেশি। আন্তর্জাতিক দায়িত্ব পালনে এই ক্লাব থেকে ডাক পেয়েছেন ৯ জন খেলোয়াড়।