জিতলেও নিশ্চিত নয় ইউনাইটেডের শেষ ষোলো

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচ শুরু আজ। প্রথম দিনে খেলবে ‘এ’ থেকে ‘ডি’ গ্রুপের দলগুলো। বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, পিএসভি, রিয়াল মাদ্রিদ, সোসিয়েদাদ ও ইন্টার মিলানের শেষ ষোলো নিশ্চিত হলেও বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে আছে সাতটি দল। এর মধ্যে সবচেয়ে কঠিন সমীকরণ সম্ভবত ‘এ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডের।

আজ রাতে ম্যাচ শেষে এই হাসি থাকবে তো ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের মুখে?রয়টার্স
গ্রুপ ‘এ’

পয়েন্ট

বায়ার্ন মিউনিখ (১৩), কোপেনহেগেন (৫), গালাতাসারাই (৫), ম্যানচেস্টার ইউনাইটেড (৪)

আজ মুখোমুখি

ম্যানচেস্টার ইউনাইটেড-বায়ার্ন
কোপেনহেগেন-গালাতাসারাই

শেষ ষোলোর সমীকরণ

• গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন।
• কোপেনহেগেন-গালাতাসারাই ম্যাচ ড্র হলেই শুধু বায়ার্নকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে ইউনাইটেড।
• কোপেনহেগেন-গালাতাসারাই ম্যাচে যারা জিতবে, তারাই উঠে যাবে শেষ ষোলোতে। ম্যাচ ড্র হলে ও অন্য ম্যাচে ইউনাইটেড পয়েন্ট হারালে কোপেনহেগেন উঠবে দ্বিতীয় রাউন্ডে।

গ্রুপ ‘বি’
শেষ ষোলোতে উঠে গেছে বুকায়ো সাকার আর্সেনাল
রয়টার্স

পয়েন্ট

আর্সেনাল (১২), পিএসভি (৮), লাঁস ৫, সেভিয়া (২)

আজ মুখোমুখি

লাঁস-সেভিয়া
পিএসভি-আর্সেনাল

শেষ ষোলোর সমীকরণ

আর্সেনাল ও পিএসভি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে।
• আজ ১ পয়েন্ট পেলেই ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফ নিশ্চিত হবে লাঁসের।

গ্রুপ ‘সি’
জুড বেলিংহামের রিয়াল মাদ্রিদ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে
এএফপি

পয়েন্ট

রিয়াল মাদ্রিদ (১৫), নাপোলি (৭), ব্রাগা (৪), ইউনিয়ন বার্লিন (২)

আজ মুখোমুখি

নাপোলি-ব্রাগা
ইউনিয়ন বার্লিন-রিয়াল মাদ্রিদ

শেষ ষোলোর সমীকরণ

• রিয়াল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।
• ব্রাগার সঙ্গে ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নাপোলির।
• নাপোলিকে অন্তত ২ গোলের ব্যবধানে হারালে ব্রাগা যাবে পরের রাউন্ডে।

গ্রুপ ‘ডি’
আগেই শেষ ষোলো খেলা নিশ্চিত করেছে ইন্টার মিলান
রয়টার্স

পয়েন্ট

সোসিয়েদাদ (১১), ইন্টার মিলান (১১), সালজবুর্গ (৪), বেনফিকা (১)

আজ মুখোমুখি

ইন্টার মিলান-সোসিয়েদাদ
সালজবুর্গ-বেনফিকা

শেষ ষোলোর সমীকরণ

• সোসিয়েদাদ ও ইন্টার মিলান দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে।
• ইউরোপা লিগে যেতে অন্তত ৩ গোলের ব্যবধানে সালজবুর্গকে হারানোর সমীকরণ বেনফিকার।

আরও পড়ুন