প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮০ মিনিট পর্যন্ত আটকে রেখেও শেষরক্ষা হয়নি। হারতে হয়েছে ২-০ গোলে। ভুল শুধরে দ্বিতীয় ম্যাচ খেলার কথা বলেছিলেন বাংলাদেশ কোচ জুলফিকার মাহমুদ। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। থাইল্যান্ডের কাছে কাল বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে।
প্রায় একতরফা খেলে ৪৩ মিনিটে প্রথম গোল পেয়েছে থাইল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ২-০। ৮৫ মিনিটে হয়েছে ৩-০। প্রথম দুটি ম্যাচ হেরে থাইল্যান্ডের চনবুরিতে অনুষ্ঠানরত এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ১২ সেপ্টেম্বর বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ ফিলিপাইনের সঙ্গে।
দলের পারফরম্যান্স নিয়ে হতাশ হলেও বাস্তবতা মানছেন কোচ জুলফিকার, ‘এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের কাছে আমরা ৩-০ গোলে হেরেছি। আমরা শুরু করেছিলাম ভালোই। পরিকল্পনা অনুযায়ী রক্ষণে ব্লক তৈরি করে খেলছিলাম। কিন্তু ছেলেদের ভুলে গোল খেয়েছি। মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দলগুলো ৩-৪ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমাদেরও সেভাবে এগোতে হবে। নইলে এ ধরনের দলের সঙ্গে আপনি প্রতিরোধ গড়তে পারবেন না।’