বার্সেলোনাকে নিয়ে যে কারণে উদ্বিগ্ন লা লিগার প্রধান

আর্থিক সংকটের সঙ্গে বার্সেলোনার মাঠের পারফরম্যান্স অতটা ভালো নয়এএফপি

আর্থিক সংকট বার্সেলোনার পিছু নিয়েছে অনেক আগে থেকে। এর জন্য লিওনেল মেসির মতো ক্লাব কিংবদন্তিকে বিনা ট্রান্সফার ফিতে ছেড়ে দিতে হয়েছে তাদের। মেসি চলে যাওয়ার পর থেকে মাঠের পারফরম্যান্সেও নিজেদের হারিয়ে খুঁজছে কাতালান ক্লাবটি। সব মিলিয়ে আর্থিক ও খেলার ক্ষেত্রে বার্সেলোনার এই করুণ দশা দেখে বেশ উদ্বিগ্ন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

পর্তুগালের পত্রিকা ‘এ বোলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনাকে নিয়ে নিজের উদ্বেগের বিষয়টি বলেছেন তেবাস। বার্সেলোনা ছাড়াও এই সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন স্পেনের ফুটবলে বর্ণবাদ জেঁকে বসা আর লা লিগার তারকাশূন্য হয়ে পড়া নিয়েও।

আরও পড়ুন
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস
টুইটার

অনেকেই বলে থাকেন, বার্সেলোনার মতো বড় কিছু ক্লাবও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে করোনাভাইরাস মহামারির কারণে। কিন্তু তেবাস বলছেন অন্য কথা। বার্সেলোনার এমন সংকটের পেছনে কাতালান ক্লাবটির অদূরদর্শিতাকেই কারণ বলছেন তিনি। সাক্ষাৎকারে তেবাস বলেছেন, ‘লা লিগার বেতনসীমার ওপারে চলে যাওয়ার অভ্যাস বার্সেলোনার সব সময়ই ছিল। এরপর মহামারি এল, আয় উল্লেখযোগ্য হারে কমে গেল। কিন্তু বেতন সেই চড়াই থাকল। চুক্তিগুলোও লম্বা ছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে তারা আয় কমে যাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। অন্য ক্লাবগুলো এটা সামলে নিয়েছে। উদাহরণ হিসেবে রিয়াল মাদ্রিদের কথা বলা যায়। সামর্থ্য থাকার পরও তারা কখনো বেতনসীমা পেরিয়ে যায়নি। তাই যখন সমস্যা এসেছে, তারা সামলাতে পেরেছে।’

তবে এ সমস্যা থেকে বার্সেলোনা বের হতে পারবে বলেই বিশ্বাস তেবাসের, ‘আমি এটা নিয়ে উদ্বিগ্ন। তবে আমি জানি, ক্লাবটি যে প্রক্রিয়ায় আছে, তা তাদের বর্তমান অবস্থা থেকে বের করে আনতে পারে। সমস্যা সমাধানের জন্য তাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেরা বিকল্প পথটা বের করতে হবে।’

আরও পড়ুন

স্পেনের ফুটবলে বর্ণবাদের থাবা নিয়ে তেবাস বলেছেন, ‘অন্য কারও গাত্রবর্ণ নিয়ে যারা অপমান করে, তাদের ফুটবলে ঠাঁই নেই।’ লা লিগা থেকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা চলে যাওয়া লিগটির আকর্ষণ কমে গিয়েছে কি না প্রশ্নে তেবাসের জবাব, ‘তারা (মেসি ও রোনালদোর চলে যাওয়া) আমাদের খুব বেশি ক্ষতি করতে পারেনি। কারণ, আমরা ছোট হয়ে যাইনি। তবে হ্যাঁ, তারা থাকলে আমরা দ্রুত বাড়তে পারতাম।’

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম এবং সামনের মৌসুমে আসতে চলা কিলিয়ান এমবাপ্পের কারণে লা লিগার আকর্ষণ আরও বাড়বে বলে বিশ্বাস লা লিগার প্রধানের।

আরও পড়ুন