গ্রুপ পর্বে এই ভারতের বিপক্ষেই ৭৫ মিনিটে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দল। তবে নিজেরা গোলের সুযোগ নষ্ট করেছিল বেশ কয়েকটি। কিন্তু আজ সাফ অনূর্ধ্ব–১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ভারতের বিপক্ষেই প্রথমার্ধে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। ভুটানের থিম্পুতে অনুষ্ঠানরত এই ফাইনালে প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে আছে সাইফুর রহমান মনির দল।
অষ্টম মিনিটেই বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের রক্ষণের ভুলে গোল করে এগিয়ে যায় ভারত। থুংগাম্বা সিং উশামের কাছ থেকে বল নিয়ে লেভিস জাংমিলুনের থ্রু ধরে গোল করেন ভারত লেইরেনজাম। শুরু থেকেই বাংলাদেশের খেলা ছিল এলোমেলো। নিজেদের অর্ধে কিছু পাস খেললেও আক্রমণ তৈরি করতে পারেনি সেভাবে। উল্টো আক্রমণে ওঠার চেষ্টার সময় বারবার বলের দখল হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দল। বাংলাদেশ সে অর্থে ভারতীয় বক্সে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।
যদিও প্রথমার্ধের শেষ দিকে একটি বাংলাদেশ একটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু কামাল মৃধার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ সময়ে রুখে দেন ভারতীয় ডিফেন্ডার থুংগাম্বা সিং।
প্রথমার্ধে ভারত একের পর এক আক্রমণে উঠেছে। বাংলাদেশের রক্ষণে বেশ কয়েকবারই আতঙ্ক ছড়িয়েছেন তারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পারবে ম্যাচে ফিরতে?