চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে খেলতে হবে গ্রাহাম পটারের চেলসিকেছবি: উয়েফা

রিয়াল মাদ্রিদ ও নাপোলির কোয়ার্টার ফাইনালে ওঠার মধ্য দিয়ে শেষ হয়েছে শেষ ষোলোর লড়াই। সুইজারল্যান্ডের নিওনে আজ বিকেলে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।

শেষ আটে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে খেলতে হবে গ্রাহাম পটারের চেলসিকে। বায়ার্ন মিউনিখকে থামানোর দায়িত্ব পড়েছে এবার পেপ গার্দিওলার ওপর। জার্মান চ্যাম্পিয়নরা যে পেয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে।

আরও পড়ুন

শেষ ষোলোর লড়াইয়েও ইংলিশ প্রতিপক্ষ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের সামনে দাঁড়াতেই পারেনি ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। বায়ার্ন মিউনিখও পেয়েছিল কঠিন প্রতিপক্ষ। তবে মেসি-নেইমার-এমবাপ্পেরা জার্মান চ্যাম্পিয়নদের দুর্গ ভাঙতে পারেননি।

গ্রাফিকস: প্রথম আলো

অন্য দুই কোয়ার্টার ফাইনালে লড়বে ইন্টার মিলান-বেনফিকা এবং ইতালিয়ান পরাশক্তি এসি মিলান-নাপোলি। ইন্টার মিলান, এসি মিলান, নাপোলির চ্যাম্পিয়নস লিগ জয়ের অভিজ্ঞতা থাকলেও নাপোলি এবারই প্রথম খেলতে যাচ্ছে শেষ আটে।

আরও পড়ুন

সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০৭ সালে। আর ইন্টার সর্বশেষ শিরোপার স্বাদ পেয়েছে ২০১০ সালে। বেনফিকা জিতেছিল ১৯৬২ সালে, তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ।

আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।

আরও পড়ুন