অ্যাসিস্টের চূড়ায় মেসি, পাশে পুসকাস
লিওনেল মেসি ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পথে কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের ৪০৪টি অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন। সিনসিনাটির বিপক্ষে ম্যাচে একটি গোল করা ও তিনটি অ্যাসিস্ট করার মাধ্যমে মেসি এই মাইলফলক স্পর্শ করেন। ১,১৩৫ ম্যাচে তার মোট অ্যাসিস্ট সংখ্যা ৪০৪, যেখানে ক্লাবের হয়ে ৩৪৩টি এবং আর্জেন্টিনার হয়ে ৬১টি। এই তালিকায় পেলের ৩৬৯টি ও ইয়োহান ক্রুইফের ৩৫৮টি অ্যাসিস্ট রয়েছে। টমাস মুলার ৩৫৩টি অ্যাসিস্ট নিয়ে মেসির পরেই আছেন।