আবার অবনমন ব্রাদার্সের

দুই বছর পর প্রিমিয়ার লিগে ফিরে এসেও টিকে থাকতে পারল না ব্রাদার্স ইউনিয়নবাফুফে

৪৬ বছর পর ২০১৭ সালের আগস্টে প্রথমবার প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছিল ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের। দুই বছর পর প্রিমিয়ার লিগে ফিরে এসেও টিকে থাকতে পারল না গোপীবাগের ক্লাবটি।

লিগের প্রথম পর্ব শেষেই মনে হচ্ছিল ব্রাদার্সের অবনমন প্রায় নিশ্চিত। ব্রাদার্স পারেনি সেই হিসাব পাল্টে দিতে। আজ রাজশাহীতে হোম ভেন্যুতে ব্রাদার্স ২-৩ গোলে শেখ রাসেলের কাছে হেরে আবারও নেমে গেছে চ্যাম্পিয়নশিপে।

এই হারে ১৭ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৭। শেষ ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে জিতলে হবে ১০ পয়েন্ট। তাতেও তারা ধরতে পারবে না রহমতগঞ্জকে, যারা ১৩ পয়েন্ট নিয়ে নিরাপদ দূরত্বে আছে। তাই এক রাউন্ড বাকি থাকতেই প্রিমিয়ার লিগ থেকে নেমে যাওয়া নিশ্চিত হয়ে গেছে ব্রাদার্স ইউনিয়নের।

১৭ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ৭
বাফুফে

আজ ব্রাদার্স ৬ মিনিটে এলিটার গোলে এগিয়ে যায়। ৩ মিনিট পর শেখ রাসেলের সুমন রেজা ১-১ করেন। দুই মিনিট পরই আখরের গোলে রাসেল ২-১ গোলে এগিয়ে যায়। ব্রাদার্স অবশ্য আবার সমতা আনে সেই এলিটার গোলে। তবে শেষ রক্ষা হয়নি। ৩১ মিনিটে চন্দন রায়ের গোলে রাসেল আবার এগিয়ে যায়।

ব্রাদার্স ইউনিয়নে মন খারাপের দিনে জিতেছে আবাহনী ও মোহামেডান। আবাহনী ০-২ গোলে পিছিয়ে হারতে বসেছিল চট্টগ্রাম আবাহনীর কাছে। শেষ ১৩ মিনিটে ৩ গোল দিয়ে জিতেছে তারা। হ্যাটট্রিক করেছেন স্টুয়ার্ট। শেখ জামালের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে মোহামেডান। অধিনায়ক সুলেমান দিয়াবাতে জোড়া গোল করেছেন। মোহামেডান আবাহনী নিজ নিজ ম্যাচ জেতায় দুই দলেরই সমান ৩২ পয়েন্ট। ২৯ মে লিগের শেষ দিনে গোপালগঞ্জে আবাহনী-মোহামেডান ম্যাচের জয়ী দল লিগ রানার্সআপ হবে।