ক্রোয়েশিয়াকে চোখ রাঙাচ্ছে জাপান

শেষ ষোলোর লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামছে জাপানছবি: এএফপি

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়াকে চোখরাঙানি দেবে জাপান—দুই সপ্তাহ আগেও কেউ এই ভবিষ্যদ্বাণী করলে নিশ্চিত ‘পাগলের প্রলাপ’ বলে উড়িয়ে দিতেন সবাই। যে গ্রুপে জার্মানি–স্পেনের মতো ফুটবলের পাওয়ার হাউস, সেই গ্রুপ থেকে তাদের টপকে নকআউট পর্বে জায়গা করে নেওয়া আজগুবি ভাবনা নয়তো কী?

কিন্তু সূর্যোদয়ের দেশটি আক্ষরিক অর্থেই এশিয়ান ফুটবলে নতুন সূর্যের উদয় ঘটিয়েছে। যেনতেনভাবে নয়, একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় নাম লিখিয়েছে সামুরাই ব্লুরা। সব সমীকরণ বদলে দেওয়া দলটি আল জানুব স্টেডিয়ামে আজ রাতে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামছে।

কাগজে–কলমে ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখা হলেও বাস্তবতা এই জায়গাতেও ভিন্ন। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে তিনবার। একটি করে জয়, হার আর ড্র নিয়ে বিরাজ করছে সাম্যবস্থা। আবার অন্যভাবে চিন্তা করলে, মহানাটকীয় এই বিশ্বকাপে একের পর এক চমক দেখানোয় সূক্ষ্মতম ব্যবধানে এগিয়ে আছে জাপান। নিয়মানুবর্তিতার আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়া দলটি বীরের বেশে শেষ ষোলোয় উঠলেও ক্রোয়াটদের অনেক কাঠখড় পুড়িয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে হয়েছে।

কাতারে সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন লুকা মদরিচ
ছবি: এএফপি

তবে আজ কোনো এক দলের বিদায়ে আরেক দলের ইতিহাস সমৃদ্ধ হবে। ক্রোয়েশিয়া অবশ্য সাহস খুঁজে নিতে পারে বিশ্বকাপ থেকেই। মুখোমুখি লড়াইয়ে দুই দলকে আলাদা করা না গেলেও বিশ্বকাপে জাপানের কাছে কখনো হারেনি ক্রোয়েশিয়া। ১৯৯৮ আসরে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ডেভর সুকারের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল ক্রোয়াটরা। আর আট বছর পরের ম্যাচটি শেষ হয়েছে গোল বন্ধ্যাত্বে। দুটিই ছিল গ্রুপ পর্বের ম্যাচ।

আরও পড়ুন

এবার ক্রোয়েশিয়াকে আরেক ধাপ সামনে দেখতে সবাই লুকা মদরিচের দিকেই চেয়ে থাকবেন। ৩৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা আগের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন। কাতারেও দুবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। অধিনায়কের ওপর পূর্ণ আস্থা আছে ইয়োসিপ ইয়ুরানোভিচেরও। সংবাদ সম্মেলনে ক্রোয়াট ডিফেন্ডার বলেছেন, ‘মদরিচ তরুণ খেলোয়াড়ের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। মাঠে তাঁকে দৌড়াতে ও সর্বস্ব নিংড়ে দিতে দেখলে বাকিদের শরীরে অতিরিক্ত শক্তির সঞ্চার হয়। (জাপানের বিপক্ষে) খেলতে আমরা উন্মুখ।’

আরও পড়ুন

ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ আজ কঠিন লড়াই দেখছেন। বলেছেন, ‘(গ্রুপ পর্বের ম্যাচে) স্পেন প্রথম গোল করার পর ভেবেছিলাম জাপান শেষ। কিন্তু ওরা হাল ছাড়েনি। জার্মানি, বেলজিয়াম, ডেনমার্কের ছিটকে যাওয়া প্রমাণ করে, প্রতিটি দলই শক্তিশালী।’

জাপান কোচ হাজিমে মরিইয়াসু অবশ্য স্রোতে গা ভাসাচ্ছেন না। দলের সবাইকে শান্ত থেকে ক্রোয়াট–চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে, ‘এক বা দুই শতাংশ সুযোগ সৃষ্টি হলেও সেটা লুফে নেব। এবার ড্র হলে ম্যাচ অতিরিক্ত সময়ে এমনকি টাইব্রেকারে গড়াবে। সবকিছুর জন্যই আমাদের প্রস্তুত থাকতে হবে।’