২০২৬ বিশ্বকাপ সামনে রেখে যে পরিকল্পনা সাজাচ্ছে আনচেলত্তির ব্রাজিল
২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখন এক বছরও বাকি নেই। তিনটি স্বাগতিক দেশসহ অংশ নিতে যাওয়া ৪৮ দেশের মধ্যে ১৩টি দলই বিশ্বকাপ নিশ্চিত করেছে। সর্বশেষ ১১ জুন বিশ্বকাপের টিকিট কেটেছে প্রতিযোগিতার সফলতম দল ব্রাজিল। বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিয়েছে দেশটি। ব্রাজিলই এখন পর্যন্ত একমাত্র দল, যারা ফুটবল বিশ্বকাপের সব কটি আসরে খেলেছে।
ব্রাজিল অবশ্য বিশ্বকাপে খেলার টিকিট পেয়েই থেমে নেই। দুঃসময় কাটিয়ে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীন ঘুরে দাঁড়াতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সে লক্ষ্যে বিশ্বকাপ সামনে রেখে বছরব্যাপী পরিকল্পনাও সাজাচ্ছে তারা।
যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি সম্পন্ন করে ‘হেক্সা’ (ষষ্ঠ শিরোপা) জয়ের অভিযানে নামা। আগামী এক বছরের মধ্যে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের পরিকল্পনা কেমন হতে পারে, তা জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’। সেই পরিকল্পনাই এখানে তুলে ধরা হলো।
সেপ্টেম্বর ২০২৫: সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে শেষ রাউন্ডে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করায় সেই ম্যাচ দুটি দিয়েই মূলত বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে আনচেলত্তির দল। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে। আর ১৪ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে আতিথ্য নেবে ‘সেলেসাও’রা। বিশ্বকাপে খেলার সমীকরণে এ দুটি ম্যাচের গুরুত্ব না থাকলেও প্রস্তুতির জন্য মহাগুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের দল বাছাইয়ের কাজও শুরু করবেন আনচেলত্তি।
অক্টোবর ২০২৫: বিশ্বকাপের বাছাইপর্ব শেষ করে এই অক্টোবরে শুরু হবে প্রীতি ম্যাচের পর্ব। যে ম্যাচগুলোর গায়ে ‘প্রীতি’র ট্যাগ থাকলেও এগুলো আসলে তেমন হবে না। কারণ, এই ম্যাচগুলো দিয়েই মূলত দলে শক্তি-সামর্থ্য যাচাইয়ের কাজ করবেন আনচেত্তি।
এ পর্যায়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পরিকল্পনা হচ্ছে এশিয়ান দলগুলোর বিপক্ষে খেলা। এরই মধ্যে জাপানের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছে তারা। পাশাপাশি যোগাযোগ হয়েছে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও।
মার্চ ২০২৬: বিশ্বকাপের দল ঘোষণার আগে এই আন্তর্জাতিক বিরতির সময়টা বেশ গুরুত্বপূর্ণ। এই পর্বের ম্যাচগুলো দিয়েই মূলত কোন দল ও কৌশল নিয়ে বিশ্বকাপে যাবেন, সেই ছক চূড়ান্ত করবেন আনচেলত্তি। খেলোয়াড়দের জন্যও এই ম্যাচগুলো হবে দলে জায়গা করে নেওয়ার শেষ সুযোগ। বিশ্বকাপের তিন মাস আগে এই ম্যাচগুলো ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে খেলার ইচ্ছা সিবিএফের। এর মধ্য দিয়ে নিজেদের শক্তি-সামর্থ্যটুকুও যাচাই করে নিতে চায় ব্রাজিল।
জুন ২০২৬: বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে একটি-দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এগুলো মূলত গা গরম করার ম্যাচ। তবে এই ম্যাচগুলোও ব্রাজিল চায় ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলতে। তবে শীর্ষ সারির দলের বিপক্ষে নয়, ব্রাজিল চায় উত্তর আমেরিকায় এই ম্যাচগুলো ইউরোপের দ্বিতীয় সারির দলগুলোর সঙ্গে খেলতে।