লিডসকে হারিয়ে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল ম্যান সিটি

গোলের পর সতীর্থের অভিনন্দন পেলেন ইলকায় গুন্দোয়ান (বাঁয়ে)ছবি: রয়টার্স

এই ম্যানচেস্টার সিটিকে কে রুখবে! একের পর এক গোলের রেকর্ড গড়ে যেতে থাকা আর্লিং হলান্ড আজ লিডস ইউনাইটেডের বিপক্ষে লক্ষ্যভেদ করতে পারেননি। জ্যাক গ্রিলিশ মাঠেই নামেননি আর বের্নার্দো সিলভা মাঠে নেমেছেন ৮৭ মিনিটে। এরপরও লিডসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল।

হলান্ড গোল পাননি, কেভিন ডি ব্রুইনার কোনো গোলে সহযোগিতা নেই। আজ ম্যান সিটিকে জিতিয়েছেন রিয়াদ মাহরেজ ও ইলকায় গুন্দোয়ান। দলের গোল দুটি করেছেন গুন্দোয়ান আর তাঁর গোল দুটিই বানিয়ে দিয়েছেন মাহরেজ। পরে একটি পেনাল্টি মিস না করলে গুন্দোয়ানের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকই হয়ে যেত, বাড়ত ম্যান সিটির জয়ের ব্যবধানটাও।

লিডসের জালে গোল দিয়ে ম্যান সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

এই জয়ে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেছে ম্যান সিটি। ৩৪ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট এখন ৮২। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৭৮।

এ সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে নামবে ম্যান সিটি। এ কারণেই হয়তো খুব বেশি শক্তি খরচ করতে চায়নি গার্দিওলার দল। বেশির ভাগ সময়েই বল নিজেদের আয়ত্তে রেখে খেলতে চেয়েছে তারা। নিজেদের মাঠে বলের দখল রাখে তারা ৮২ শতাংশ। লিডসের গোল লক্ষ্য করে ১৮টি শট নেয় সিটির খেলোয়াড়েরা। এর মধ্যে ৬টি লক্ষ্যে রেখে দুটি গোল পায়।

পেনাল্টি মিস করেছেন ইলকায় গুন্দোয়ান
ছবি: রয়টার্স

ম্যান সিটি যা করার তা ম্যাচের ২৭ মিনিটের মধ্যেই করে ফেলে। ১৯ মিনিটে মাহরেজের পাস থেকে দলকে এগিয়ে দেন গুন্দোয়ান। ৮ মিনিট পর যেন এ গোলটিরই ‘কপি-পেস্ট’ হয়েছে! মাহরেজের পাস থেকে গুন্দোয়ানের গোলে স্কোরলাইন ২-০।

৮৩ মিনিটে পেনাল্টি পায় ম্যান সিটি। হলান্ড বা ডি ব্রুইনাকে না দিয়ে পেনাল্টিটি নিতে দেওয়া হয় আগেই ২ গোল করা গুন্দোয়ানকে। কিন্তু জার্মান মিডফিল্ডারের শট ফিরে আসে পোস্টে লেগে।

রাতের অন্য ম্যাচে চেলসি ৩-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে।