কোপা আমেরিকার মাঠ নিয়ে আর্জেন্টিনা দলে অসন্তোষ

কোপা আমেরিকার মাঠ নিয়ে খুশি নন মেসিরাএএফপি

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ২–০ গোলে জিতেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করলেও আর্জেন্টিনার খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। এমনকি এ ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের সাবলীলও মনে হয়নি।

ম্যাচ শেষে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কোচ এবং খেলোয়াড়েরা অবশ্য দায় চাপিয়েছেন আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের ওপর। বলেছেন, মাঠের খারাপ অবস্থার কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা তাঁরা খেলতে পারেননি। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এমন মাঠে খেলা টুর্নামেন্টের জন্য ভালো ব্যাপার নয়। একই ধরনের কথা বলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

আরও পড়ুন

ম্যাচের পর মাঠ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি বলেছেন, ‘শুরুটা সৌদি আরব ম্যাচের (২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ) কথা মনে করিয়ে দিয়েছে। পার্থক্য হচ্ছে, আমরা তখন ভালো একটি মাঠে খেলেছিলাম। ভাগ্য ভালো যে আজ আমরা জিতেছি। নয়তো এটা সস্তা অজুহাত বলে মনে হতো।’

আর্জেন্টিনার জয়ে গোল করছেন লাওতারো মার্তিনেজ
এএফপি

এই মাঠ খেলার উপযোগী নয় জানিয়ে স্কালোনি আরও বলেছেন, ‘আমরা সাত মাস আগে থেকে এখানে খেলার কথা জানতাম। কিন্তু তারা দুই দিন আগে টার্ফ বদলে দিয়েছে। এটা আয়োজকদের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। এটা কিন্তু অজুহাত নয়। স্টেডিয়ামটি খুব সুন্দর। কৃত্রিম ঘাসের কারণে এটা আরও দুর্দান্ত হওয়ার কথা। কিন্তু আজকের মাঠটি খেলোয়াড়দের জন্য মাননসই ছিল না।’

গোলকিপার এমলিয়িনো মার্তিনেজের কণ্ঠেও উচ্চারিত হয়েছে একই সুর, ‘কানাডার মতো দল, যাদের ভালো ফরোয়ার্ড আছে তাদের বিপক্ষে এ ধরনের মাঠে খেলাটা অনেক জটিল হয়ে যায়। এই দিকটির (মাঠের অবস্থা) উন্নতি করা দরকার। নয়তো কোপা আমেরিকা সব সময় ইউরোর চেয়ে নিচের স্তরেই থেকে যাবে। আমরা আরও বেশি গোল করতে পারতাম। কিন্তু মাঠের অবস্থা খারাপ ছিল।’

আরও পড়ুন

ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো মাঠ নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়েছেন এভাবে, ‘মাঠের অবস্থা খুবই বাজে ছিল। এই ধরনের পরিবেশে খেলাটা দুর্ভাগ্যজনক। এটা আমাদের খেলাকে জটিল করে তুলেছে, তবে এটা কোনো অজুহাত নয়। আমরা ভালো খেলেছি। আমার ধারণা আমরা আবারও দেখিয়েছি যে দল হিসেবে আমরা ভালো। দলকে সেরা বানানোার খিদে এখনো আমাদের মাঝে একই রকম আছে।’