‘পানি খাও, আর গোল দিয়ো না’—শামসুন্নাহারকে ভুটানের ফুটবলাররা

গতকাল ম্যাচের পর শামসুন্নাহারের সঙ্গে ছবি তুলেছেন ভুটানের ফুটবলাররাছবি: তানভীর আহাম্মেদ

আগামীকাল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। গতকাল সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক শামসুন্নাহার। ম্যাচের পর শামসুন্নাহারের সঙ্গে ছবি তুলেছিলেন ভুটানের খেলোয়াড়েরা। আজ রাজধানীর বাফুফে ভবনে ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ককে প্রশ্ন করা হয় সেই ঘটনা নিয়ে।

উত্তরে শামসুন্নাহার যা বললেন তাতে সংবাদ সম্মেলনকক্ষে হাসির রোল ওঠে! ছবি তোলার আগে ম্যাচ চলার সময় নাকি ভুটানের খেলোয়াড়রা শামসুন্নাহারকে অনুরোধ করেছিলেন আর গোল না দিতে!

আজ সংবাদ সম্মলনে শামসুন্নাহার
সৌজন্য ছবি

ম্যাচের ৬১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় শামসুন্নাহারের। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ অধিনায়ক না আরও গোল করে বসেন, সেই ভয়েই ভুটানিরা তাঁকে অনুরোধ করে আর গোল না দিতে। আজ সংবাদ সম্মেলনে সেই কথাগুলো মজা করে বললেন শামসুন্নাহার, ‌‘শেষের দিকে এক এক করে ওদের কয়েকজন আমার কাছে এল। এসে বলল, পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে পানি খাও আর গোল দিয়ো না। পরে আমি ওদের হাত থেকে পানি খেয়েছি।’

শামসুন্নাহার জানালেন ভুটানি ফুটবলাররা তাঁর ভক্ত হয়ে গেছে, ‘ওরা বলল, তোমার খেলা দেখে আমরা ফ্যান হয়ে গেছি। ফেসবুক নাকি ইনস্টাগ্রাম কোনটা চালাই আমি এসব জানতে চেয়েছে। এরপর ছবি তুলতে চেয়েছে। পরে ম্যাচ শেষে এসে ওদের সঙ্গে ছবি তুলেছি আমি।’

আরও পড়ুন