পর্তুগাল–স্পেন ফাইনাল: রোনালদো–ইয়ামাল লড়াইয়ের চেয়েও বেশি কিছু

ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিনে ইয়ামালছবি: উয়েফা

খেলোয়াড় থেকে কোচ, কর্মকর্তা থেকে কর্মী—স্পেনের দলের যাঁর কাছে যাবেন, তিনিই নাকি এখন লুইস আরাগোনেসের সেই কথাটি মনে করিয়ে দিচ্ছেন, ‘শুধু জেতো, জেতো, তারপর আবার জেতো।’

প্রয়াত আরাগোনেসের কোচিংয়েই ২০০৮ সালে ইউরো জিতেছিল স্পেন। এরপর ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বজয়, তারপর ২০১২ সালে ইউরোর শিরোপা ধরে রাখা। ইউরো, বিশ্বকাপ, ইউরো—টানা তিন বড় ট্রফি জিতে ইতিহাসই গড়েছিল স্পেন।

২০২৬ সালে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে স্প্যানিশরা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতবে কি না, তা সময়ই দেবে। তবে ফুয়েন্তের সামনে তার আগেই অন্যরকম ‘ট্রেবল’ জয়ের হাতছানি!

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সামনে অনন্য কীর্তি গড়ার হাতছানি
ছবি: রয়টার্স

২০২২ সালে স্পেনের ব্যর্থতার কাতার বিশ্বকাপের পর বয়সভিত্তিক দলের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেন ৬৩ বছর বয়সী এই কোচ। এর পর থেকে স্প্যানিশরা যে প্রতিযোগিতাতেই খেলছে, চ্যাম্পিয়ন হয়ে ফিরছে।

২০২৩ সালে ফুয়েন্তের অধীন প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয় স্পেন, ২০২৪ সালে দলকে ইউরোর শিরোপাও জিতিয়েছেন।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আজ রাতে নেশনস লিগের আরেকটি ফাইনাল জিততে পারলে এই শিরোপা ধরে রাখার অভিযান সফল তো হবেই; ফুয়েন্তেও ইউরোপের কোনো জাতীয় দলে প্রথম কোচ হিসেবে নিজের প্রথম তিন বড় টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়বেন।

উয়েফা নেশনস লিগ ফাইনাল আয়োজন করতে প্রস্তুত মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা
ছবি: এএফপি

কিন্তু কথাগুলো যত সহজে বলা যাচ্ছে, মাঠে কাজটা তত সহজ হবে না। স্পেনের প্রতিপক্ষ যে পর্তুগাল, যারা ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগের উদ্বোধনী আসরের ট্রফি ঘরে তুলেছিল।

আরও পড়ুন

স্পেন-পর্তুগাল প্রসঙ্গ আসা মানেই মনে মনে লামিনে ইয়ামালের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইয়ে ছবি আঁকা। একজন ক্যারিয়ারের প্রত্যুষে, আরেকজন সায়াহ্নে। তবু ৪০ পেরোনো রোনালদো আর সতেরোর ইয়ামালকে ঘিরেই যত আলোচনা।

তবে রোনালদো নিজেই জানালেন, রোববার রাতের ফাইনালটা তাঁদের ব্যক্তিগত লড়াইয়েও চেয়েও বেশি কিছু, ‘আমরা ভিন্ন প্রজন্মের। একজন মঞ্চে পদার্পণ করছে, আরেকজন মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। আপনারা যদি আমাকে অন্য প্রজন্মের হিসেবে বিবেচনা করেন, তাহলে ঠিক আছে। সংবাদমাধ্যমগুলো সব সময় প্রচার বাড়ানোর চেষ্টা করে, যা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এটা এক দলের সঙ্গে আরেক দলের লড়াই।’

সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: উয়েফা

রোনালদো ইউরো জেতেন ২০১৬ সালে, ইয়ামাল গত বছর। তবে পর্তুগিজ কিংবদন্তির মতো তুমুল প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গারের নেশনস লিগ জেতা হয়নি। ২০২৩ সালের জুনে ফুয়েন্তের স্পেন প্রথমবারের মতো এই ট্রফি ঘরে তোলে। জাতীয় দলে ইয়ামালের অভিষেক হয় আরও তিন মাস পর।

আজ ‘বুড়ো’ রোনালদোর হাতে আরেকবার নেশনস লিগের ট্রফি ওঠে নাকি তরুণ ইয়ামাল রোনালদোর সামনেই শিরোপা উদ্‌যাপন করেন—এখন সেটাই দেখার অপেক্ষা।