আর্জেন্টিনার জার্সিতে মেসি ‘সম্পূর্ণ আলাদা খেলোয়াড়’

লিওনেল মেসিছবি: রয়টার্স

সেমিফাইনাল ম্যাচের আগপর্যন্ত ইওস্কো গাভারদিওলের ডিফেন্ডিং নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালেও যে একেবারে বাজে খেলেছেন, তা–ও বলা যায় না। আসলে ছন্দে থাকার লিওনেল মেসির সামনে প্রায় সব ডিফেন্ডারকেই সাদামাটা লাগে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তৃতীয় গোলটির কথা মনে আছে? মেসিকে ঠেকানোর চেষ্টা করেছিলেন গাভারদিওল। কিন্তু আর্জেন্টাইন তারকার দৌড় ও ড্রিবলিংয়ের সঙ্গে পেরে ওঠেননি। জাতীয় দলের এই মেসিকে একদমই আলাদা বলে মনে করেন গাভারদিওল।

আরও পড়ুন

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছে ক্রোয়েশিয়া। আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এ ম্যাচের সংবাদ সম্মেলনে মেসির সেই মুভ নিয়ে কথা বলেন গাভারদিওল। লাইপজিগ থেকে দিনামো জাগরেবে ধারে খেলা এ ডিফেন্ডার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মেসির বিপক্ষে খেলেছি। তবে জাতীয় দলের হয়ে সে সম্পূর্ণ আলাদা খেলোয়াড়।’

ম্যাচে ৬৯ মিনিটে ডান প্রান্তে টাচলাইনের পাশে বল পান মেসি। গাভারদিওল তাঁর গায়ের সঙ্গে সেঁটে থাকলেও বলের দখল নিতে পারেননি। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মেসির সঙ্গে লেগে থাকার চেষ্টা করেও পারেননি। গতি ও মুভমেন্ট দিয়ে গাভারদিওলকে বোকা বানিয়ে হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করান মেসি।

আরও পড়ুন
মেসিকে সেদিন ঠেকাতে পারেননি গাভারদিওল
ছবি: রয়টার্স

অনেকেই গাভারদিওলের এই ডিফেন্ডিংয়ে ভুল দেখছেন। বিশ্লেষকেরা বলছেন, তাঁর সুযোগ ছিল মেসিকে থামানোর। গাভারদিওল ভুল স্বীকার করে নিয়ে বলেছেন, ‘এমন কোনো খেলোয়াড় নেই যে ভুল করে না। বিশেষ করে রক্ষণে। ভুল যেকোনো খেলোর অবিচ্ছেদ্য অংশ। আমি যতটা সম্ভব কম ভুল করার চেষ্টা করব।’

আরও পড়ুন

২০ বছর বয়সী গাভারদিওল জানালেন, তিনি নিজেও মেসির ভক্ত। আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামা মেসির বিপক্ষে খেলার সুযোগ পাওয়ার গল্প সন্তানদের কাছে করবেন গাভারদিওল, এ কথা জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।

মেসির ভক্ত হওয়া নিয়ে গাভারদিওল বলেছেন, ‘আমি একজন আল্ট্রা মেসিভক্ত। ছোট থাকতে বাসায় সবাই মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা, তা নিয়ে তর্ক করত। বাসায় বেশির ভাগই রোনালদোকে সমর্থন দিত। কিন্তু মেসির পক্ষে থেকেছি।’