মুক্তিযোদ্ধার কাছে হেরে আবাহনীর লিগ শিরোপার স্বপ্ন প্রায় শেষ

মুক্তিযোদ্ধার হয়ে গোল করেছেন এমানুয়েলছবি: সংগৃহীত

বসুন্ধরা কিংস এমনিতেই টানা চতুর্থ লিগ শিরোপার পথে এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। তার ওপর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড যদি সহায়তার হাত বাড়ায়, তাহলে তো কথাই নেই! কিংসের পথটা হয়ে পড়ে আরও মসৃণ।

আজ যেমন ঈদের ছুটির পর প্রথম মাঠে নেমে কিংস সহজ জয় পেলেও আবাহনী হেরেছে। ফলে দুই দলের পয়েন্টের ব্যবধান ৭ থেকে বেড়ে হয়েছে ১০। লিগে দুদলের ম্যাচ বাকি ৭টি করে। এই ৭ ম্যাচে ১০ পয়েন্ট ঘোচানো প্রায় অসম্ভবই।

আরও পড়ুন

মুন্সিগঞ্জে আজ কিংস ৪-০ গোলে রহমতগঞ্জকে উড়িয়ে দিয়ে ১৩ ম্যাচে ১২তম জয় তুলে নিয়েছে। অন্যদিকে ১৩ ম্যাচে ৮ জয়, ৪ ড্র আর দুটি হার আবাহনীর। আবাহনীর আজকের হার গোপালগঞ্জে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে। ম্যাচের যোগ করা সময়ের সপ্তম মিনিটে গোল করে মুক্তিযোদ্ধাকে আনন্দে ভাসান নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল।

মুক্তিযোদ্ধার কাছে হেরে আবাহনীর লিগ শিরোপার স্বপ্ন অনেকটাই শেষ
ছবি: সংগৃহীত

শেষ বাঁশির আগে গোল পেতে মরিয়া ছিল আবাহনী। সবাই উঠে যান ওপরে। কিন্তু পাল্টা আক্রমণে পেছন থেকে লম্বা বল আসে আবাহনীর বক্সে। সেই বল বিপদমুক্ত করতে পারেননি আবাহনীর ডিফেন্ডাররা।

বলটা ছোঁ মেরে নিয়ে নেন মুক্তিযোদ্ধার ‘নাম্বার টেন’ এমানুয়েল। তারপর বাকি কাজটা তিনি করেন ঠাণ্ডা মাথায়। লিগের চতুর্থ জয় পেয়ে আনন্দময় একটা বিকেলই কাটিয়েছে মুক্তিযোদ্ধা। এই জয়ে ১৪ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা অবনমন বাঁচানোর ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে।

আরও পড়ুন

কিন্তু আজকের হারের ফলে আবাহনীর পড়ে খাদের কিনারে। কিংস পয়েন্ট হারালে তবেই সুযোগ আসতে পারে আবাহনীর সামনে। কিন্তু কিংস আবাহনীর মতো নিয়মিত পয়েন্ট হারায় না। ফলে আবাহনীর আশা কার্যত শেষই।

অস্কার ব্রুজোনের কিংস আজ হেসেখেলেই গোল চারটি করেছে। দুটি গোল মিগেল ব্রাজিলিয়ান ফেরেইরা। আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনিও একটি গোল করেছেন, আরেকটি গোল করিয়েছেন। পঞ্চম মিনিটে রবসনের পেনাল্টি শট আটকে দেন রহমতগঞ্জের গোলকিপার মামুন আলী। তবে ফিরতি বল রবসনই ঠেলেন জালে। রবসনের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন গফুরভ। ফ্রি–কিক থেকে তৃতীয় গোলটি এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল। যোগ করা সময়ে চতুর্থ গোলটিও তাঁর।

দিনটা ভালো কেটেছে শেখ জামাল ধানমন্ডিরও। ময়মনসিংহে শেষ সময়ের গোলে মারুল হকের শেখ জামাল ২-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট দলটির।

আরও পড়ুন