আর্জেন্টিনা–পোল্যান্ড ম্যাচে জিতবে কোন দল

লিওনেল মেসি কি আরেকবার আর্জেন্টিনার ত্রাতা হতে পারবেন?ছবি: রয়টার্স

আর্জেন্টিনার আজ আরেকটি ‘ফাইনাল’। কাতার বিশ্বকাপে লিওনেল মেসি আরও কিছুদিন টিকে থাকবেন না বিদায় নেবেন, সেটি নির্ধারিত হবে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে।

বাংলাদেশ সময় রাত ১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড।

ম্যাচটিতে পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টাইনরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলে ও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব।

বিশ্বকাপে এর আগে দুবার পোল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। দুটিই গত শতাব্দীর। ১৯৭৪ বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচে পোল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছিল লাতিন আমেরিকার দলটি। চার বছর পর ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে সে হারের প্রতিশোধ নেয় আর্জেন্টিনা।

আজ তৃতীয় দফা মুখোমুখিতে জিতবে কে?