এই ‘পাগলামো’ বন্ধ হোক, চান না মেসি

উৎসবটা চলুক, পাগলামোটা চলুক, চান মেসিছবি: এএফপি

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী বোধ হয় আর্জেন্টাইনরাই। নির্দিষ্ট করে বললে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলাররা। গত ডিসেম্বর থেকেই একধরনের স্বপ্নের জগতে বিচরণ তাঁদের। বিশ্বকাপ জয়ের উল্লাস, আনন্দ আর তৃপ্তি ঠিকরে বের হয় আর্জেন্টাইন ফুটবলারদের শরীর কিংবা চেহারা থেকে। বিশ্বকাপ জয়ের পরের সময়টা স্বাভাবিকভাবেই উল্লাসে কেটেছে, উদ্‌যাপনে কেটেছে। মাঝখানে তিন মাস কেটে যাওয়ার পর পানামা আর কুরাসাওয়ের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যেন নতুন করেই উল্লাস আর উদ্‌যাপনের উপলক্ষ হয়ে এসেছিল আর্জেন্টাইন, আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জন্য।

শুক্রবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের একধরনের পুনর্মিলনী। খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও যোগ দিয়েছিলেন সেই উৎসবে। পুরো ব্যাপারটিই ছিল একটু খেলার সঙ্গে প্রচুর আনন্দ-উৎসব।

আরও পড়ুন

সে ম্যাচে বিশ্বকাপ জয়ের উৎসবের মধ্যেই মেসি তাঁর ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। পানামার বিপক্ষে ম্যাচের পরও উৎসব থামেনি। কনমেবলের আয়োজনে কোপা লিবার্তোদোরেস প্রতিযোগিতার ড্র অনুষ্ঠানে যোগ দিয়েছিল গোটা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল। সেখানে মেসির ভাস্কর্য উন্মোচিত হয়েছে। পেলে, ম্যারাডোনার ভাস্কর্যের পাশে স্থান পেয়েছে মেসির ভাস্কর্য। মেসিকে ফুটবল–বিশ্বের ‘শাসক’ উপাধিও দেওয়া হয়েছে। এরপরই কুরাসাওয়ের বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ম্যাচে সান্তিয়াগো দেল এস্তারোতে আরেক দফা উৎসব। উৎসব যেন থামছেই না।

মেসির হাতে উৎসবের স্মারক
ছবি: এএফপি

মেসি নিজেও চান, এ উৎসব যেন না থামে। ইনস্টাগ্রামে তিনি নিজের শততম গোলের ম্যাচের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আশা করি আমরা সবার সঙ্গে এ ধরনের আরও অনেক আনন্দ-উৎসব ভাগাভাগি করে নেব। এই পাগলামো যেন শেষ না হয়।’

আরও পড়ুন

বিশ্বকাপের পর পেশাদার অঙ্গনে ফিরে দলগত সাফল্য খুব একটা পাননি। নিজের পারফরম্যান্স যা-ই হোক, পিএসজির দলগত পারফরম্যান্স মোটেও ভালো নয়। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মেসির দল, লিগেও খুব ভালো খেলছে না। এদিকে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মৌসুম শেষে মেসি যে পিএসজিতে থাকছেন না, সেই কানাঘুষাও চলছে। সব মিলিয়ে বিশ্বকাপ গৌরবের পরও প্যারিসে মেসি যে খুব আনন্দ ছিলেন, ব্যাপারটি এমন নয়। পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ উপলক্ষে আর্জেন্টিনায় ফেরাটা যেন মেসির কয়েক দিনের জন্য হাঁপ ছেড়ে বাঁচাই। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সতীর্থ, কোচ লিওনেল স্কালোনি, অন্যান্য কোচিং স্টাফ, সর্বোপরি আর্জেন্টিনার মানুষ...! বিশ্বকাপ জয় অর্থনৈতিকভাবে চাপে থাকা জনগণের জন্য একধরনের সান্ত্বনাও।

উৎসবটা যদি সব সময়ই চালিয়ে যেতে পারতেন মেসি-দি মারিয়ারা!