default-image

বার্সেলোনা যে মেসিকে আবারও ফেরানোর কথা ভাবছে, সেটি জানিয়েছেন বার্সেলোনা–সংশ্লিষ্ট এক আর্জেন্টাইন সাংবাদিক। বার্সেলোনা যদিও খেলোয়াড়দের মধ্যে এই বার্তা এখনো দেয়নি, তবে তাদের পরিচালনা পর্ষদে বিষয়টি নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে। মেসিকে আবারও বার্সায় ফেরানোর ব্যাপারটিও আলোচনায় এসেছে।

আর্জেন্টাইন সেই সাংবাদিক এ ব্যাপারে কোচ জাভি হার্নান্দেজের উদাহরণও দিয়েছেন। পরিচালনা পর্ষদ খেলোয়াড়দের সঙ্গে মেসিকে নিয়ে আলাপ না করলেও জাভি নাকি খেলোয়াড়দের বলেছেন, তিনি ভবিষ্যতে মেসিকে ফেরাতে চান। আগামী গ্রীষ্মে মেসিকে দলে ফেরানো তাঁর ‘নতুন বার্সেলোনা’ প্রকল্পে ভালোভাবেই আছে।

default-image

সম্প্রতি মেসির বার্সেলোনায় ফেরার বিষয়ে প্রকাশ্যেও বলেছেন জাভি। একসময় মেসির সতীর্থ জাভি আশাবাদী মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারে, ‘এই মুহূর্তে মেসি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সে এই দুনিয়ার সেরা ফুটবল খেলোয়াড়। ইতিহাসেরও অন্যতম সেরা। আমাদের সভাপতি যা বলেছেন, তাতে আমার বিশ্বাস বার্সেলোনায় মেসির কাহিনি এখনো ফুরোয়নি। তবে এসব নিয়ে আলোচনার সময় এখনো হয়নি।’

ফুটবল থেকে আরও পড়ুন
মন্তব্য করুন