হ্যারি কেইন হাল ছাড়বেন না, থামবেনও না

সতীর্থদের সঙ্গে কেইনের গোল উদ্‌যাপনএএফপি

বুন্দেসলিগার শিরোপা লড়াইয়ের লাগামটা এখন আর বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হাতে নেই। পরিস্থিতি আরও খারাপ হতে পারত গতকাল রাতে লাইপজিগের কাছে পয়েন্ট হারালে। একপর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচটা হয়তো বায়ার্ন জিততে পারবে না।

যোগ করা সময়ে দারুণ এক গোলে বায়ার্নকে শেষ পর্যন্ত উদ্ধার করেছেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারের জোড়া গোলে বায়ার্ন ম্যাচ জিতেছে ২–১ ব্যবধানে। অন্তিম মুহূর্তে দলকে জিতিয়ে হাল না ছাড়ার কথা বলেছেন কেইন।

আরও পড়ুন

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে বেশ চাপে ছিল বুন্দেসলিগার সর্বশেষ ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। এর মধ্যে এক ম্যাচ কম খেলে তালিকার শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের সঙ্গে বায়ার্নের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়ায় ১১।

এমনকি ব্যর্থতার দায়ে মৌসুম শেষে কোচ টমাস টুখেলকেও ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায় তারা। সব মিলিয়ে লাইপজিগ ম্যাচটা বায়ার্নের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পয়েন্ট হারালে দলের ওপর চাপ আরও বাড়ত। তবে জয় পেলেও খুব একটা স্বস্তিতে থাকার সুযোগ নেই বায়ার্নের।

বায়ার্ন খেলোয়াড়দের জয় উদ্‌যাপন
এক্স

২৩ ম্যাচ শেষে পয়েন্টের ব্যবধানটা এখনো ৮। লেভারকুসেনের পয়েন্ট ৬১, বায়ার্নের ৫৩। এই পরিস্থিতিতে নিজেদের জয়রথ ধরে রাখার পাশাপাশি লেভারকুসেনের আশ্চর্য পতনের প্রার্থনাও করতে হবে বায়ার্নকে। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি জাবি আলোনসোর লেভারকুসেন। বুন্দেসলিগার ২৩ ম্যাচসহ সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে অপরাজিত আছে তারা।

এখনো বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও ম্যাচ শেষে হার না–মানার প্রত্যয়ের কথা বলেছেন কেইন। তিনি বলেছেন, ‘আমরা যা করছি, তা আমাদের করে যেতে হবে। ম্যাচ জিততে পারাটা খুব ভালো এবং আমাদের এ ধারা মৌসুমের শেষ পর্যন্ত ধরে রাখতে হবে।’ বুন্দেসলিগায় ২৭ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করা কেইন এরপর যোগ করেন, ‘আমরা হাল ছাড়ব না। আমরা থামব না।’

আরও পড়ুন

স্বস্তির জয়ের পর বায়ার্ন কোচ টুখেল বলেছেন, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি এবং দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছি। দ্বিতীয়ার্ধের খেলা কঠিন ছিল, কারণ লাইপজিগ তখন খুব ভালো খেলছিল। তারা সমতা ফেরানোর পর আমরা খুব ভালো প্রতিক্রিয়া দেখিয়েছি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বেশ কঠিন একটা ম্যাচ ছিল। তবে শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্য ছিল।’