জার্মান ফুটবলকে নিয়ে অমর কথাটা গ্যারি লিনেকারই বলেছিলেন। কাল ইংল্যান্ডের মেয়েরা ইতিহাস গড়ার পর সে কথাটাই একটু ঘুরিয়ে টুইট করেন ইংল্যান্ড কিংবদন্তি।বোঝাই যাচ্ছে, লিনেকার আনন্দের আতিশয্যেই টুইটটি করেন, ‘ফুটবল খেলাটা সহজ। ২২ জন নারী ৯০ মিনিট বলের পেছনে দৌড়ায় এবং শেষে ইংল্যান্ডই জেতে।’
আসলে লিনেকারের এই আনন্দে ভেসে যাওয়াই ঠিক এই মুহূর্তে গোটা ইংল্যান্ডের প্রতিচ্ছবি। মেয়েদের ইউরোর ফাইনালে কাল রাতে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। মেয়েদের বড় টুর্নামেন্টে এটাই প্রথম শিরোপা জয় ইংল্যান্ডের।
ছেলেদের সর্বশেষ ইউরোয় হ্যারি কেইনরা ফাইনালে উঠে যা পারেননি, প্রায় এক বছর পর সেটাই করে দেখালেন জর্জিয়া স্টানওয়ে-ক্লোয়ে কেলিরা। আর তাই বর্ণিল উৎসবে রঙিন হয়ে ওঠে ট্রাফালগার স্কয়ার, পানশালা থেকে পানশালায় গলা ভেজানোর সঙ্গে চলেছে উল্লাস। আসুন ছবির গল্পে দেখে নিই ওয়েম্বলিতে ইংল্যান্ডের মেয়েদের ইউরো জয়ের মুহূর্তগুলো: