২০২৮ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে আর্জেন্টাইন গারনাচো

কোচের সঙ্গে গারনাচোছবি: টুইটার

অনেকের মতেই আলেহান্দ্রো গারনাচো সময়ের সেরা উঠতি তরুণদের একজন। ম্যানচেস্টার ইউনাইটেডও যে ১৮ বছর বয়সী এই উইঙ্গারকে ভবিষ্যতের সেরাদের একজন বলেই মনে করে, সেটা তো নতুন চুক্তিতেই স্পষ্ট।

আর্জেন্টাইন এই উইঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন গারনাচো। গারনাচোর সঙ্গে আগে ইউনাইটেডের চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত।

আরও পড়ুন

গারনাচোকে ইউনাইটেড দলে ভেড়ায় ২০২০ সালে। ২০২১ সালে ইউনাইটেডকে যুব কাপ জেতাতে বড় অবদান রাখেন গারনাচো। নিজে জেতেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ডাক পান টেন হাগের মূল দলে।

আগের মৌসুমে ইউনাইটেডের মূল দলের হয়ে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পান। তবে এই মৌসুমে এরিক টেন হাগের দলে অপরিহার্য সদস্যই হয়ে উঠেছেন এই আর্জেন্টাইন। ইউনাইটেডের মূল দলের হয়ে তিনি সব মিলিয়ে খেলেছেন ৩১ ম্যাচ। পাঁচটি গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ছয়টি। মূলত তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি।

আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরটাফ বলেছেন, ‘আলেহান্দ্রো অনেক সামর্থ্যবান। আমরা তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি, সে যেন আগামী দিনগুলোয় ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে তার লক্ষ্য পূরণ করতে পারে।’

চুক্তির মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বসিত গারনাচোও, ‘যখন অবিশ্বাস্য এই ক্লাবে যোগ দিয়েছিলাম, ইউনাইটেডের হয়ে ওল্ড ট্রাফোর্ডে খেলা, প্রথম গোল, শিরোপা জেতার স্বপ্ন দেখেছি। এরই মধ্যে সেসব মুহূর্তের অভিজ্ঞতা নিতে পেরে আমি গর্বিত। ইউনাইটেডের হয়ে সমর্থকদের সামনে নতুন নতুন এমন বিশেষ মুহূর্ত তৈরির জন্য আমার তর সইছে না।’

আরও পড়ুন