ঘড়ির পেছনে কত টাকা ব্যয় করেন হলান্ড

রোলেক্স, আউডেমার্স পিজে, পাটেক ফিলিপে, মাইক্রোমিলস্পেক—হলান্ডের কাছে আছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের আকাশচুম্বী দামের ঘড়িছবি : টুইটার

টেনিস তারকারা পৃষ্ঠপোষকদের কাছে সোনার হরিণের মতো। বিশেষ করে ঘড়ির ব্র্যান্ডগুলোর কাছে সব সময়ই প্রাধান্য পেয়ে আসছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচরা। রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস পেশাদার টেনিসকে বিদায় বললেও এখনো চাহিদার তুঙ্গে। নিজেদের পছন্দের ঘড়ি পরেই কোর্টে নেমে পড়তেন তাঁরা।

তাই বলে ফুটবলাররা কিন্তু ঘড়ির ব্যবহারে পিছিয়ে নেই। বিশেষ করে সময়ের অন্যতম সেরা ফুটবলার, তর্ক সাপেক্ষে এই মুহূর্তে বিশ্বের সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ডের কথাই ধরা যাক।

খুব অল্প সময়েই হলান্ড যেভাবে একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করেছেন, তাতে তাঁকে নিয়ে ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে। মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকার জীবন কেমন, কতটা ফ্যাশন–সচেতন; এসব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই।

হলান্ডের সবচেয়ে দামি ঘড়িটি আউডেমার্স পিজে কোম্পানির
ছবি : ইনস্টাগ্রাম

আজ হলান্ডের সংগ্রহে থাকা ঘড়িগুলো নিয়ে আলোচনা করা যাক। ২২ বছর বয়সী স্ট্রাইকারের কাছে অনেকগুলো বিশ্বখ্যাত ব্র্যান্ডের ঘড়ি আছে। এর মধ্যে কয়েকটির দাম সর্বনিম্ন ১ লাখ ইউরো (১ কোটি ১৬ লাখ টাকার বেশি)। ছিমছাম গোছের হলান্ড প্রায়ই এসব ঘড়ি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন।

আরও পড়ুন

হলান্ডকে সবচেয়ে বেশি দেখা গেছে আউডেমার্স পিজে কোম্পানির সোনার তৈরি রয়্যাল ওয়াক জাম্বো ঘড়িতে। এই ঘড়ির দাম প্রায় ৩ লাখ ২০ হাজার ইউরো (৩ কোটি ৭২ লাখ টাকা)। ব্লুবেরি পায়জামার সঙ্গে এই ঘড়িতে তাঁকে দারুণ মানিয়েছিল। ম্যান সিটি তারকার সংগ্রহে থাকা সবচেয়ে দামি ঘড়িও এটি।

সুইজারল্যান্ডের বিখ্যাত রোলেক্স কোম্পানির নাম কে না জানেন! রোলেক্সের একাধিক ঘড়ি আছে হলান্ডের কাছে। এর মধ্যে একটি ডেটোনা আইয়ের টাইগার মডেল, যার দাম ২ লাখ ৭২ হাজার ইউরো (৩ কোটি ১৭ লাখ টাকা)। গত বছর গ্রিসের মাইকোনোস দ্বীপে অবকাশ–যাপনের সময় তাঁর হাতে এই ঘড়ি দেখা গেছে।

রোলেক্সের ডেটোনা আইস ব্লু ডায়াল, ডেটোনা গ্রিন ডায়াল ও রুটবিয়ার মডেলের ঘড়িও আছে হলান্ডের সংগ্রহে। ঘড়ি তিনটির দাম যথাক্রমে ১ কোটি ৪৫ লাখ টাকা, ১ কোটি ১ লাখ টাকা ও ৫০ লাখ ১৫ হাজার টাকা।

হলান্ডের সংগ্রহে থাকা আরেকটি বিশেষ ঘড়ি পাটেক ফিলিপে কোম্পানির। নটিলাস ব্লু ডায়াল মডেলের ঘড়িটির দাম ১ লাখ ৩০ হাজার ইউরো (১ কোটি ৫১ লাখ টাকা)। আরেক সুইস ব্যান্ড ভাচেরন কন্সটানটিনের গোলাপি–সোনালি ঘড়িও আছে তাঁর কাছে। এর মূল্য ৭৬ হাজার ইউরো (৮৮ লাখ ৬৩ হাজার)।

রোলেক্সের এই ঘড়িটিও হলান্ডের বেশ পছন্দের
ছবি : ইনস্টাগ্রাম

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সব মিলিয়ে হলান্ডের কাছে যতগুলো আকাশচুম্বী দামের ঘড়ি আছে, এগুলোকে একত্রিত করলে ১০ লাখ ইউরো (১১ কোটি ৬৬ লাখ) ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন